মাত্র ১০০ টাকার জন্য বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপ মহিলাকে, শান্তিপুরের ঘটনায় তাজ্জব সকলে

মাত্র ১০০ টাকার জন্য বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপ মহিলাকে, শান্তিপুরের ঘটনায় তাজ্জব সকলে
20 May 2022, 03:00 PM

মাত্র ১০০ টাকার জন্য বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপ মহিলাকে, শান্তিপুরের ঘটনায় তাজ্জব সকলে

 

কুহেলি দেবনাথ, শান্তিপুর

 

মাত্র ১০০ টাকা দিতে দেরি হাওয়াই গভীর রাতে বাড়িতে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ। এমনকী, ধারালো অস্ত্র দিয়ে মহিলাকে এলোপাতাড়ি কোপানোরও অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি নদিয়ার শান্তিপুরের কলেজ মোড় এনএস রোড এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে ওই এলাকার বাসিন্দা মমতা চক্রবর্তীর বাড়িতে হঠাৎই চড়াও হয় একদল দুষ্কৃতী। এরপর শুরু করে বাড়ি ভাঙচুর। ঘরের ভেতরে ঢুকে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। বাড়ির মহিলা মমতা চক্রবতী ঠেকাতে গেলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে বলে অভিযোগ। মমতা চক্রবর্তীর ছেলে বাধা দিতে গেলে তাকেও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে মা মমতা চক্রবতী। চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা হাজির হতেও বাড়ি ছেড়ে পালিয়ে যাই দুস্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় মমতা চক্রবর্তীকে শান্তিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। আশঙ্কাজনক অবস্থায় শান্তিপুর হাসপাতালে চিকিৎসাধীন আহত মমতা চক্রবতী।

আহত মমতা চক্রবর্তীর ছেলে তন্ময় চক্রবর্তীর অভিযোগ, গত কয়েকদিন আগে পাশের পাড়ার একটি ছেলেকে দিয়ে তাঁর চায়ের দোকানের মিস্ত্রির কাজ করিয়েছিলেন। প্রায় সব টাকা মিটিয়েও দিয়েছিলেন। আর বাকি ছিল মাত্র ১০০ টাকা। বকেয়া ১০০ টাকার জন্যই গত কয়েকদিন ধরেই তার দোকানের সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে পাশের পাড়ার ওই যুবকের শ্যালক। গতকাল রাতে ধারালো অস্ত্র ও দলবল নিয়ে হঠাৎ বাড়িতে হামলা চালায়, তার পরে গোটা পরিবারকে বেধড়ক মারধর শুরু করে এরপর এই ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এই ঘটনায় শুক্রবার শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে আহত মমতা চক্রবর্তীর ছেলে তন্ময় চক্রবর্তী। তন্ময়ের অভিযোগ, যারা আক্রমণ চালিয়েছে তারা সকলেই মদ্যপ ছিল। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিশ।

Mailing List