আজ জিতে নক আউট নিশ্চিত করাই লক্ষ্য ইংল্যান্ড, ডাচদের

আজ জিতে নক আউট নিশ্চিত করাই লক্ষ্য ইংল্যান্ড, ডাচদের
25 Nov 2022, 03:23 PM

আজ জিতে নক আউট নিশ্চিত করাই লক্ষ্য ইংল্যান্ড, ডাচদের

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে ইংল্যান্ড। তারুণ্যে ভরপুর ব্রিটিশ বিগেডকে বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল হিসেবে মনে করা হচ্ছে। শুক্রবার ভারতীয় সময় মধ্যরাতে মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হচ্ছে গ্যারেথ সাউথগেটের দল।

প্রথম ম্যাচে ইরানের বিরুদ্ধে গোড়ালিতে চোট পেলেও, মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন ইংরেজ অধিনায়ক হ্যারি কেন। ইংল্যান্ড তাদের উদ্বোধনী ম্যাচে ইরানের বিরুদ্ধে ছয় গোল করে ৬-২ ব্যবধানে জয়লাভ করেছিল।

অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উদ্বোধনী ম্যাচে ওয়েলসের বিপক্ষে ১-১ ড্র করেছিল। আজ রাত ১২:৩০ টায় কাতারের আল বায়েত স্টেডিয়ামে ইংল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে।

এদিকে, তার আগে মাঠে নামছে ডাচরা। ইকুয়েডরের বিরুদ্ধে ভাল ফল করতে খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাড়তি ঘাম ঝরাতে হবে হল্যান্ডকে দ্বিতীয় ম্যাচে। কোয়ার্টার ফাইনালে যাওয়া নিশ্চিত করতে হবে এই ম্যাচ জিতে। কোচ ভ্যান গাল নিজের দলের খেলায় পুরোপুরি সন্তুষ্ট নন বলেই ইকুয়েডরের বিরুদ্ধে খেলায় কৌশলে কিছুটা বদল আনতে চলেছেন, এমন ইঙ্গিত দিয়েছেন। ৩-৪-১-২ ছকে প্রথম একাদশে মেমফিস ডেপায়কে খেলতে দেখার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে ভিনসেন্ট জ্যানসেনকে বসতে হবে রিজার্ভ বেঞ্চে।অন্যদিকে ইকুয়েডরও কাতারের বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের মাধ্যমে তাদের অভিযানের সূচনা করেছিল। কাজেই আজ একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় রয়েছে গোটা ফুটবল বিশ্ব। এই ম্যাচে যে দল জিতবে তাদের বিশ্বকাপের নক আউটে খেলা একপ্রকার নিশ্চিত হয়ে যাবে।

Mailing List