আতঙ্কের অবসান, ধরা পড়লো মালদার নদী দাপিয়ে বেড়ানো কুমির

আতঙ্কের অবসান, ধরা পড়লো মালদার নদী দাপিয়ে বেড়ানো কুমির
24 Nov 2022, 05:45 PM

আতঙ্কের অবসান, ধরা পড়লো মালদার নদী দাপিয়ে বেড়ানো কুমির

 

নারায়ণ সরকার, মালদা

     

অবশেষে প্রায় ১৫ দিন প্রচেষ্টার পর বিশাল আকৃতির কুমিরকে ধরতে সক্ষম হল বনদপ্তরের কর্মীরা। মালদহের হবিবপুর থানার শ্রীরামপুর অঞ্চলের পুনর্ভবা নদী থেকে বৃহস্পতিবার দুপুরে নদীতে জাল ফেলে কুমিরটিকে ধরে ফেলে। বিশাল আকৃতির কুমিরটিকে আনা হয়েছে আদিনা ডিয়ার ফরেস্টে।

গাজোল ফরেস্ট রেঞ্জের অফিসার সুদর্শন সরকার জানান, কুমিরটিকে প্রথমে মানিকচকের কালিন্দী নদীতে দেখতে পান স্থানীয়রা। তারপর সেখান থেকে কুমিরটিকে ইংরেজ বাজার শহরের পাশে মহানন্দা নদীতেও দেখা যায়। আমরা কুমিরটিকে ধরার ক্ষেত্রে আমাদের সুন্দরবন কুমির প্রকল্প থেকে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের নিয়ে আসি। কিন্তু এরপরেও কুমিরটিকে আর মহানন্দা নদীতে দেখা যায়নি। বুধবার সকালে হবিবপুর থানার পুনর্ভবা নদীতে দেখতে পান স্থানীয়রা। আমাদের কর্মীরা সেখানে যান প্রথম দিন ধরা অসম্ভব হলেও বৃহস্পতিবার বিশাল আকৃতির কুমিরটিকে আমরা ধরে ফেলি। এই কুমিরটি লম্বাই দীর্ঘ সাড়ে ৯ ফিট। ওজন প্রায় ২০০ কেজি। আমরা এখন কুমিরটিকে প্রাথমিক চিকিৎসা করার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অনুসারে সুন্দরবনের ছেড়ে দেব। কিছুদিন ধরেই মহানন্দা কালিন্দী নদীতে আতঙ্ক ছিল। তবে কুমিরটি ধরা পড়ায় স্বস্তির নিঃশ্বাস জেলাবাসীর। কারণ, কুমিরের ভয়ে নদীতে স্নান করা বন্ধ হয়ে গিয়েছিল মানুষের। বন্ধ হয়ে গিয়েছিল মাছ ধরাও

Mailing List