সড়ক ও সেতুর চাপ কমাতে জলপথে জোর, শালিমার থেকে কলকাতা পর্যন্ত চালু হবে রো রো সার্ভিস

সড়ক ও সেতুর চাপ কমাতে জলপথে জোর, শালিমার থেকে কলকাতা পর্যন্ত চালু হবে রো রো সার্ভিস
আনফোল্ড বাংলা প্রতিবেদন: সড়ক ও সেতুর ওপর যানবাহনের চাপ কমাতে রাজ্য সরকার জলপথে পণ্য পরিবহনের ওপর জোর দিচ্ছে। তারই অঙ্গ হিসাবে রাজ্যের পরিবহন দফতর শালিমার থেকে কলকাতা বন্দর পর্যন্ত জলপথে রো রো সার্ভিস চালু করতে চলেছে। রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম একথা জানিয়েছেন। জ
লপথ পরিবহন নিয়ে সোমবার পরিবহন ভবনে এক উচ্চ পর্যায়ের বৈঠক বসে।পরে পরিবহনমন্ত্রী বলেন, দ্বিতীয় হুগলি সেতু এবং সাঁতরাগাছি সেতুর ওপর মালবাহী বা পণ্যবাহী গাড়ির চাপ ক্রমশ বাড়ছে। পুরনো সেতুগুলির ওপরেও চাপ কমানোর কথা ভাবা হচ্ছে। তাই এই নয়া পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, এই রো রো সার্ভিসের মাধ্যমে শালিমার থেকে পণ্যবাহী ট্রাক সরাসরি কলকাতা বন্দরে পাঠিয়ে দেওয়া হবে। এতে সাঁতরাগাছি কিংবা দ্বিতীয় হুগলি সেতুর ওপরে অতিরিক্ত চাপ কমবে।
আগামী দিনে জলপথে পরিবহনের জন্য জলযানগুলি কীরকম হবে, তাতে কী কী সুবিধা থাকবে, তার একটা পরিকল্পনাও এ দিন তৈরি করা হয়েছে। ফিরহাদ হাকিম জানান, গঙ্গার দু পাশে থাকা একাধিক জেটির সংস্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন কোন জেটি সংস্কার হবে, সেই তালিকাও প্রস্তুত করা হচ্ছে। সেগুলিকে আরও আধুনিক করে তোলার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



