দেশজুড়ে মডেল মসজিদ তৈরিতে জোর বাংলাদেশে, ২০২৪ সালের মধ্যে তৈরি হবে ৫৬৪টি মসজিদ, লক্ষ্য কী?

দেশজুড়ে মডেল মসজিদ তৈরিতে জোর বাংলাদেশে, ২০২৪ সালের মধ্যে তৈরি হবে ৫৬৪টি মসজিদ, লক্ষ্য কী?
16 Mar 2023, 02:27 PM

দেশজুড়ে মডেল মসজিদ তৈরিতে জোর বাংলাদেশে, ২০২৪ সালের মধ্যে তৈরি হবে ৫৬৪টি মসজিদ, লক্ষ্য কী?

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: দেশজুড়ে মসজিদ তো ছিলই। এবার আরও ৫৬৪টি মসজিদ নির্মাণ করছে বাংলাদেশ সরকার। সরকারি আনুকূল্যে হবে এই মসজিদ। প্রতিটি মসজিদই হবে অত্যাধুনিক বা মডেল। অর্থাৎ যেখানে শীতাতপ নিয়ন্ত্রিত পরিকাঠামো থেকে এলিভেটর –সবই থাকবে।

২০২১ সাল থেকে এই প্রক্রিয়া শুরু করে বাংলাদেশ সরকার। যার জন্য ব্যয় ধরা হয়েছে ৯ হাজার ৪৩৫ কোটি টাকা। এই সমস্ত মসজিদগুলি বড় শহর, পুরসভা বা কর্পোরেশন থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে হবে। ইতিমধ্যেই ১৫০ মসজিদের উদ্বোধন করে ফেলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাকি মসজিদগুলোর নির্মাণ শেষ হবে ২০২৪ সালের জুন মাসের মধ্যে। এমনই জানা গিয়েছে, প্রশাসন সূত্রে।

এগুলিকে বলা হচ্ছে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। যেখানে শীতাতপনিয়ন্ত্রণ ব্যবস্থা-সহ অজু ও নামাজের আলাদা জায়গা থাকবে। এছাড়া হজযাত্রীদের জন্য রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণের ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণকেন্দ্র, গবেষণাকেন্দ্র ও ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্ণার, দাফনপূর্ব আনুষ্ঠানিকতা, গাড়ি পার্কিং সুবিধা, হিফজখানা, প্রাক্‌-প্রাথমিক শিক্ষা ও কোরআন শিক্ষাব্যবস্থা, ইসলামিক সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইসলামের দাওয়াতের জন্য সম্মেলনকেন্দ্র, ইসলামি বই বিক্রয়কেন্দ্র, মসজিদসহ দেশি-বিদেশি অতিথিদের জন্য থাকার সুবিধেও থাকবে।

কেন এমন মডেল মসজিদ স্থাপনের উদ্যোগ। সরকারিভাবে জানানো হয়েছে, ইসলামের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এবং দেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশজুড়ে ৫৬৪টি মডেল মসজিদ স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেন। উদ্দেশ্য হল, ইসলামি ভ্রাতৃত্ব ও এর মূল্যবোধ এবং সেই সঙ্গে চরমপন্থা ও জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলামের সারমর্ম প্রচার করা। এ ছাড়াও এর মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচারের পাশাপাশি সন্ত্রাসবাদ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতেও মনোনিবেশ করবে।

মসজিদগুলিকে তিন ভাগে ভাগও করা হয়েছে। এ, বি এবং সি। এ ক্যাটেগরির মসজিদ হবে ৬৪টি জেলা ও ৫টি সিটি কর্পোরেশন এলাকায়। যেখানে এলিভেটর সুবিধা থাকবে। যে ৬৯ মসজিদের মেঝের আয়তন হবে ২৩৬০.০৯ বর্গমিটার। প্রতিটি মসজিদ হবে চারতলা।

বি ক্যাটেগরির মেঝের আয়তন হবে ১৬৮০.১৪ বর্গমিটার। এমন মসজিদের সংখ্যা ৪৭৫টি। আর সি ক্যাটেগরির মসজিদ হবে উপকূলীয় এলাকায়। মেঝের আয়তন ২০৫২.১২ বর্গ মিটার। এমন মসজিদের সংখ্যা ১৬টি।

Mailing List