ঝালদা শহরের কাছেই হাতি, আতঙ্কে দোকান বন্ধ করে ঘরে বন্দি বাসিন্দারা

ঝালদা শহরের কাছেই হাতি, আতঙ্কে দোকান বন্ধ করে ঘরে বন্দি বাসিন্দারা
আশিস বন্দ্যপাধ্যায় , পুরুলিয়া
পুরুলিয়ার ঝালদা শহর লাগোয়া ঘোরাফেরা করছে বুনো হাতি। তাই বাসিন্দাদের ঘর থেকে না বেরোনোর জন্য সতর্ক করল ঝালদা থানা ও বনদফতরের আধিকারিকরা ।
আর হাতির আতঙ্কে শহর ঝালদাতেও সন্ধ্যাবেলাতেই দোকানপাট বন্ধ করে দিলেন ব্যবসায়ীরা।
ঝালদা থানার তরফে শহরবাসীকে সতর্ক করে বলা হয়, ‘ ঝালদা শহরের খুব কাছাকাছি একটি বুনো হাতি ঘোরাফেরা করছে । তাই সাবধান হন। দোকান বন্ধ করে ঘর যান ।’ এই খবর শোনার পরেই আতঙ্কের পরিবেশ তৈরী হয় ঝালদা শহর জুড়ে। ব্যবসায়ীরাও দোকান পাট বন্ধ করে দেন। সন্ধ্যা ৮ টাতেই শুনশান শহরে রূপ নেয় ঝালদা | যদিও ঝালদার বন দফতরের আধিকারিক বিশ্বজ্যোতি দে শহরবাসীকে আশ্বস্ত করে বলেন, ‘আমাদের নজরে রয়েছে হাতিটি । ভয়ের কিছু নেই। হাতিটি দড়দা গ্রাম দিয়ে পাটঝালদার গ্রাম হয়ে কোটশিলা থানার লুপুংডির দিকে এগিয়েছে।’



