ফের ঝাড়গ্রামে হাতির তান্ডব, মানিকপাড়ায় লোকালয়ে ঢুকে বাড়ি ভেঙে তাণ্ডব চালালো

ফের ঝাড়গ্রামে হাতির তান্ডব, মানিকপাড়ায় লোকালয়ে ঢুকে বাড়ি ভেঙে তাণ্ডব চালালো
20 Mar 2023, 09:20 PM

ফের ঝাড়গ্রামে হাতির তান্ডব, মানিকপাড়ায় লোকালয়ে ঢুকে বাড়ি ভেঙে তাণ্ডব চালালো

 

অদ্রিজা বেরা, ঝাড়গ্রাম

 

রবিবার মাঝরাতে ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া এলাকার গদারাস্তা গ্রামে খাবারের সন্ধানে ঢুকে পড়ে একদল হাতি। ওই গ্রামে ঢুকে হাতির দল খাবারের সন্ধানে একাধিক বাড়িতে ভাঙচুর চালিয়ে তাণ্ডব চালায়। প্রায় 15 টি বাড়ি হাতির দল ভেঙে দিয়েছে বলে গ্রামবাসীরা জানান। সেই সঙ্গে অল্পের জন্য হাতির হামলার হাত থেকে ওই গ্রামের গ্রামবাসীরা রক্ষা পেয়েছেন। খাবারের সন্ধানে জঙ্গল থেকে লোকালয়ে যেভাবে হাতির দল ঢুকে পড়ছে তাতে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা।

রবিবার রাতভর যেভাবে গদারাস্তা গ্রামে হাতির দল তাণ্ডব চালিয়েছে তাতে এলাকার বাসিন্দা রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন। ওই এলাকার গ্রামবাসীরা বিষয়টি বন দফতর কে জানিয়েছেন। বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে ।সেই সঙ্গে যাদের ঘরবাড়ি হাতির দল ভেঙে দিয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তবে বনদপ্তরের ভূমিকায় খুশি নয় ওই এলাকার বাসিন্দারা। বারবার জানানো সত্বেও বন দপ্তরের পক্ষ থেকে ওই এলাকায় থাকা হাতির দলকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়নি। যার ফলে প্রতিদিন হাতির দল গ্রামে ঢুকে ঘর বাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি করছে বলে গ্রামবাসীরা জানান। অপরদিকে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের চাঁদাবিলা, নিগুই, কলমাপুকুরিয়া সহ বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে একদল হাতি ঘোরাফেরা করছে। রবিবার হাতির হামলায় নিগুই এর জঙ্গলে  এক মহিলার মৃত্যুর ঘটনা ঘটেছে। তাই সোমবার সকাল থেকেই  বন দফতরের পক্ষ থেকে মাইকিং করে ওই এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে জঙ্গলে যেতে নিষেধ করা হয়েছে, রাস্তায় যাতায়াত করার সময় সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। এলাকায় হাতি ঢুকে পড়লে বিষয়টি বন দফতর কে জানানোর জন্য গ্রামবাসীদের জানানো হয়েছে। তা সত্ত্বেও নয়াগ্রাম ব্লকের জঙ্গল লাগুয়া গ্রামগুলির বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন।

Mailing List