পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে হাতির তাণ্ডব হাতির হামলায, অল্পের জন্য প্রাণে বাঁচলো দুই যুবক, ভাঙলো দুটি বাইক, সাইকেল

পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে হাতির তাণ্ডব হাতির হামলায, অল্পের জন্য প্রাণে বাঁচলো দুই যুবক, ভাঙলো দুটি বাইক, সাইকেল
আনফোল্ড বাংলা প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর: শুক্রবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া ফুটবল মাঠে হাতির হামলায় আহত হয়েছেন দেবরাজ দে নামে এক যুবক। দাঁতাল সজোরে তার বুকে শুঁড় দিয়ে ঝাপট মারে। ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন ছুটে এসে চিৎকার করলে হাতিটি ফের জঙ্গলে ঢুকে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে শনিবার সকালে মেদিনীপুর সদর ব্লকের কুন্তলবনি গ্রামে দুই যুবক এক দাঁতালের সামনে পড়ে যান। বাইক ফেলে ছুটে পালন। হাতিটি পা দিয়ে দুটি বাইক দুমড়ে মুচড়ে দিয়েছে। তবে ওই দুই যুবক অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছে। এছাড়াও খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে গরু, ছাগলের উপর আক্রমণ করছে হাতির দল। যার ফলে হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন ওই এলাকার গ্রামবাসীরা। এছাড়াও পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা -২ ব্লকের হুমগড় রেঞ্জের হদহদী ও ময়রাকাটা এলাকায় ৫০ টি হাতির পাল ১৫ বিঘা জমির কুমড়ো চাষ খেয়ে পায়ে মাড়িয়ে নষ্ট করে দেয়।গভীর রাতে হুলা পার্টির সদস্যরা হাতির পালকে তাড়িয়ে নিয়ে যান। নতুন করে আবার শনিবার আরও ৪০ টি হাতি ওই এলাকায় ঢুকেছে বলে গ্রামবাসীরা জানান যার ফলে রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা। বনদপ্তরের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।


