ELEPHANT: মানুষের তাড়ায় হাতির মৃত্যু হলো চা বাগানে

20 Nov 2023, 12:30 PM

ELEPHANT: মানুষের তাড়ায় হাতির মৃত্যু হলো চা বাগানে

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ মানুষের তাড়া খেয়ে পালানোর সময় অপ্রাপ্তবয়স্ক হাতির অস্বাভাবিক মৃত্যু হল। ডুয়ার্সের মাল ব্লকের মিনগ্লাস চা বাগানে রবিবার সকালে এই হাতিটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।


স্থানীয় বাসিন্দারা জ্বালানি কাঠ সংগ্রহের জন্য চা বাগানে গেলে বাগানের ১৭ নম্বর সেকশনে একটি প্রায় চার বছর বয়সের হাতিকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের বৈকুন্ঠপুর ডিভিশনের তারঘেরা রেঞ্জ এবং গরুমারা (Gorumara)ডিভিশনের মাল ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ডের বনকর্মীরা। প্রাথমিক অনুমান করা হচ্ছে তাড়া খেয়ে ছুটোছুটি করার অতিরিক্ত ধকল সইতে না পেরেই হৃদযন্ত্র বিকল হয়ে হাতিটি মারা গেছে। বনকর্মীরা হাতিটির (Elephant)দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। ঘটনায় পরিবেশপ্রেমীরা উদ্বেগ প্রকাশ করেছেন।

Mailing List