সম্পাদকীয় কুম্ভের জমায়েত আর নির্বাচনী সমাবেশ দ্বিতীয় তরঙ্গকে সক্রিয়তা দিয়ে মানুষকে বিপদে ফেলবে না তো? বিভিন্ন সমীক্ষায় এমন তথ্যই উঠে আসছে। 24 Apr, 2021 মুখ্যমন্ত্রীকে একটি বুথেই দু’ঘন্টা আটকে রাখা কী বিজেপির কৌশল, সেই সূযোগে ভোট করালেন শুভেন্দু? চুড়ান্ত গন্ডগোলের সময় মুখ্যমন্ত্রীকে বুথের বাইরে বের করাও সম্ভব ছিল না। 01 Apr, 2021 মুখ্যমন্ত্রীর গুলি চালানোর তত্ত্বে এক্সট্রা অক্সিজেন পেল কী সিপিএমের মিনাক্ষীরা? রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের বক্তব্যকেই এবার খারিজ করলেন ঠিক নির্বাচনের সময়ে। 30 Mar, 2021 পুলিশ ঢুকেছিল বাপ ব্যাটার কথাতেই!! মুখ্যমন্ত্রীর কথায় নতুন নন্দীগ্রাম বিতর্ক মুখ্যমন্ত্রীর এই বক্তব্য ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। 29 Mar, 2021 ২০১৬ তে শূন্য থেকে ২০১৯ এ কুড়ি - প্রথম দফা ভোটে এটাই ভাবাচ্ছে তৃণমূলকে কোন জেলায় কে এগিয়েছিল দেখে নেওয়া যাক 26 Mar, 2021 মিনাক্ষীর উত্তর খুঁজছে নন্দীগ্রাম? তাহলে কিন্তু ভিভিআইপিদেরও বিপদ শাসক তৃণমূলের প্রার্থী খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিপরীতে মুখ্যমন্ত্রীরই এককালের সৈনিক বর্তমান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। 20 Mar, 2021 নন্দীগ্রামে দ্বিতীয় ধাক্কা কার বাজি? কে করবে বাজিমাত? গানের সুর বলতে গেলে, কথায় কথা বাড়ে, তাই বলছি ইচ্ছে করে 11 Mar, 2021 জুন মালিয়া বহিরাগত? মেদিনীপুর সবাইকে আপন করে নেয় ভুললে চলবে না কেউ বহিরাগত নন। সকলেই দেশের নাগরিক। ভারতীয়। 09 Mar, 2021 সফল বাম-ব্রিগেডেও থেকে গেল ছোট্ট কাঁটা টানটান উত্তেজনার পারদ চড়তে থাকবে আগামী দু’মাসের এই হাইপ্রোফাইল লড়াইয়ে। 28 Feb, 2021 চুমু খাওয়া দুই ঠোঁট, ভাগ হয়ে অন্য জোট, মোদি-মমতা কে? প্রশ্ন করবেন না? কোনদিন মঞ্চ থেকে নামিয়ে দিলে অবস্থা কেমন হবে সে ভাবনাও জরুরি। 19 Feb, 2021 ভাষা তুমি কার? রাজনীতির না নেতাদের! কোনও একটি রাজনৈতিক দল একথা বলছেন, তা নয়। একাধিক রাজনৈতিক দল। 07 Feb, 2021 সামাজিক না শারীরিক, কোন দূরত্বের শিক্ষা দিল করোনা, শারীরিক দুরত্বটা কিন্তু বজায় থাক করোনা ভাইরাসের উপস্থিতি মানব মল থেকে শুক্রাণু সর্বত্র। তবে সেখান থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ার কোনও তথ্য নেই। 28 Jan, 2021 এক বছরে পা দিল আনফোল্ড বাংলা শৈশবেই করোনা ধাক্কায় বেসামাল হল। গতি মন্থর হল ঠিকই, তবু হাল ছাড়ল না। 01 Jan, 2021 শুধু সিঁড়ি ভাঙা নয়, শুভেন্দু যে ছক ভাঙা চলার পথে ল্যান্ডমাইন ব্লাস্ট 16 Dec, 2020 কনকনে ঠান্ডাতেও উত্তাপ পাহাড়ে, মমতা যাচ্ছেন মানভঞ্জনে বিমল গুরুঙকে নিরাপত্তা দিয়ে এই পুলিশ প্রশাসনই পাহাড়ে পৌঁছে দিয়েছে 13 Dec, 2020 শাসক-বিরোধীর জাঁতাকলে পড়ে নাভিশ্বাস সাধারণ মানুষের বঙ্গ রাজনীতি তুমূল উত্তপ্ত 12 Dec, 2020 শুভেন্দু নীরব, অভিষেক সরব, সবার নাম বলে শুভেন্দুকে কী তাাচ্ছিল্য করলেন, কেন? নাহলে পাল্টা প্যারাস্যুট, লিফট বলতেন না 29 Nov, 2020 অধরা রফাসূত্র, শুভেন্দুর সঙ্গে ফের বৈঠকের সম্ভাবনা নাকি এবার অন্য পথে শুভেন্দু আগের বৈঠকের রিপোর্ট সৌগত রায় মুখ্যমন্ত্রীকে দেন, এবারের রিপোর্টও দেবেন বলে তিনি জানান 25 Nov, 2020 আবেগ না বাস্তব -দাদার অনুগামীদের ঢেউ দিঘাতেই আছড়ে পড়বে নাকি ঘুরপথে কলকাতায় পৌঁছবে, প্রশ্নটা কিন্তু উঠছে উত্তর পেতে অবশ্যই আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে 19 Nov, 2020 শুভেন্দু আছেন আবার নেই, জল্পনার মাঝেই চাপ বাড়ছে তৃণমূলে তাঁকে ভীষণভাবে মানুষের পাশে দেখা যাচ্ছে। 08 Nov, 2020 বিনয়-হীন ক্ষমতা চান বিমল, শীতের আগেই পাহাড়ে জমছে রহস্য বিমলের বিরুদ্ধে ১৩০টিরও মামলা ঝুলছে 03 Nov, 2020 বজ্র আঁটুনি ফস্কা গেরো, বাবরি রায় নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ ২০১৭ সালে বলা হয়েছিল 'Calculated act' 30 Sep, 2020 এবার কেন্দ্রীয় মন্ত্রীই স্বীকার করলেন অর্থনৈতিক অপরাধীদের থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি প্রায় ৭৬৫৪ কোটি টাকা উদ্ধার করেছে 15 Sep, 2020 হেরিটেজের হদ্দমুদ্দ: প্রসঙ্গ গুরুসদয় মিউজিয়াম কথার সঙ্গে কাজের একটা দুস্তর ব্যবধান কিন্তু থেকে যাচ্ছে 03 Sep, 2020 সাফল্যের কথা ফলাও করে বলব অথচ ব্যর্থতার দায় নিতে দ্বিধা কেন? সাধারণ মানুষ কিন্তু নিজের মতো করে বিশ্লেষণ করে ফেলেছেন 02 Sep, 2020 বিজেপি বিরোধী লড়াইয়ে মমতাই সেরা, মেনে নিলেন সোনিয়াও আগামি দিনে তিনিই যে বিজেপি বিরোধী লড়াইয়ে দেশকে নেতৃত্ব দেবেন, দেখা গেল সেই ইঙ্গিতও 27 Aug, 2020 মিশন মহারাষ্ট্র! ওই সরকার পড়ে যাওয়া শুধু সময়ের অপেক্ষা 16 Jul, 2020 করোনাতে খেলতে নেমে খেই হারালেন সচিন? ক্ষমতার অলিন্দকে আরও চওড়া করতে গেরুয়া শিবিরে যেন ঘুম নেই। 15 Jul, 2020 এত তাড়াতাড়ি রাজনীতি কেন সকলেই প্রমাণ করতে ব্যস্ত, আমফান বিধ্বস্ত মানুষের জন্য সহমর্মিতা যেন তাঁদেরই বেশি। 23 May, 2020 অদ্ভূত আঁধারে এ কী অদ্ভূত খেলা! কারও কারও আবার মনে পড়ে গেল প্রধানমন্ত্রীর ক’দিন আগের দাওয়ায়ই। সজোরে তাই ভেসে এলো শঙ্খধ্বনি, কাঁসর ঘন্টারও আওয়াজও! 05 Apr, 2020 পুলিশ কী মানুষ নয়!! নবকুমারের ভূমিকায় সেই পুলিশ। 31 Mar, 2020 করোনা, প্রতিরোধের সঙ্গে জরুরি জোরকদমে প্রতি আক্রমণও কিন্তু বাকি কাজগুলি না করলে এই একুশে বৃথাও যেতে পারে বলে আশঙ্কা চিকিৎসকদেরই। 27 Mar, 2020 ভয়, হ্যাঁ মৃত্যুভয় যে ভয়টা মনে ঢুকছে, সেটা বাস্তবে নিজের সামনে হাজির করবেন স্বয়ং যমদূত। 24 Mar, 2020 আম আদমির কান্নায় আগুন নেভেনি, চুপ কেজরিও! দিল্লির বাতাস যে অনেক আগেই দূষণে ছেয়েছে 27 Feb, 2020 কেন এই পরিবর্তন? কলকাতার হাড়কাঁপানো শীতের উত্তাপ হয়ে দিব্যি মৌতাতে মশগুল রেখেছে হতদরিদ্র ভারতের কুড়ি শতাংশ মানুষকে 03 Jan, 2020 পাতা উল্টে যায়, খুলে দিয়ে ভাঁজ সেই ধারার সৌরভের পিচে আমরা বিরাট রানের আশায় বুক বাঁধছি নবযুগের নতুন ২২ গজে। 01 Jan, 2020 Page 3 of 3Prev123Next