আক্ষেপ করে গাঁধীজি বলেছিলেন, ‘সবাই আমার ছবি আর মূর্তিতে মালা দিতেই আগ্রহী, আমার কথা শুনতে নয়’, গাঁধীজির অহিংসা-তত্ত্ব বিতর্কিত হলেও আজও প্রাসঙ্গিক
গাঁধীজি অনুধাবন করেছিলেন যে পৃথিবীর সব ধর্মই যুগে যুগে সত্য ও অহিংসার শিক্ষা দেয়। তাঁর দৃঢ় বিশ্বাস ছিল যে, যিনি সত্যের পথে অবিচল থাকেন, তিনি অহিংস না হয়ে পারেন না।