গরুপাচার মামলায় ডেবরার তৃণমূল বিধায়ক ও প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরকে তলব ইডির

গরুপাচার মামলায় ডেবরার তৃণমূল বিধায়ক ও প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরকে তলব ইডির
28 Nov 2022, 11:30 PM

গরুপাচার মামলায় ডেবরার তৃণমূল বিধায়ক ও প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরকে তলব ইডির

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: গরুপাচার মামলার তদন্তে অনুব্রত মণ্ডল, সায়গল হোসেনের পর এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীরকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। প্রাক্তন এই আইপিএস এক সময় মুর্শিদাবাদ জেলার পুলিস সুপার পদে ছিলেন। সেই সময়ের কিছু তথ্য জানতে তাঁকে জেরা করতে চায় ইডি।

ইডি সুত্রে দাবি, হুমায়ুন কবীরের কাছে এর মধ্যেই তলবের নোটিস পাঠানো  হয়েছে। ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে বেশ কিছু ঘটনা ঘটেছিল ওই জেলায়। সেই সব ঘটনা সম্পর্কে তথ্য বিস্তারিত তথ্য জানতে চায় ইতি। আর ওই সময়েই মুর্শিদাবাদের পুলিশ সুপার ছিলেন হুমায়ুন কবীর। তাই স্বাভাবিক ভাবেই সে সব ঘটনা তাঁর কাছ থেকে জানতে চায় ইডি। নোটিসে হুমায়ুনকে দিল্লিতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে হুমায়ুন কবীর জানিয়ে দিয়েছেন এখনও পর্যন্ত তিনি ইডির কোনও নোটিস পাননি। গরুপাচার মামলায় শুধু হুমায়ুন কবীরই নয়, আরও কয়েকজন আইপিএস অফিসারকে জেরার প্রস্তুতি নিচ্ছে ইডি। খুব শীঘ্রই তাদের নোটিস ধরানো হবে। ওই তালিকায় রয়েছেন ডিআইজি পদমর্যদার এক অফিসারও। তিনিও এক সময় মুর্শিদাবাদ ও বীরভূমের পুলিস সুপার হিসেবে দায়িত্ব সামলেছেন।আগামী ৩ ডিসেম্বর হুমায়ুন কবীরকে দিল্লিতে তলব করা হয়েছে। তবে তাঁকে সাক্ষী হিসেবেই তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে।

Mailing List