ভুয়ো ভ্যাকসিন কাণ্ড, অভিযুক্ত দেবাঞ্জন দেবের বিরুদ্ধে চার্জশিট জমা দিল ইডি

ভুয়ো ভ্যাকসিন কাণ্ড, অভিযুক্ত দেবাঞ্জন দেবের বিরুদ্ধে চার্জশিট জমা দিল ইডি
আনফোল্ড বাংলা প্রতিবেদন: ভুয়ো ভ্যাকসিন মামলায় দেবাঞ্জন দেব-সহ দু’জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিল ইডি। চার্জশিটে নাম রয়েছে দেবাঞ্জন দেব ও তাঁর সহকারি কাঞ্চন দেবের। তাঁরা দুজন মিলেই জালিয়াতি করেছে বলেই অভিযোগ। ভুয়ো ভ্যাকসিন ছাড়াও তার বিরুদ্ধে ভুয়ো আইএএস পরিচয় দিয়ে প্রায় ৩ কোটি টাকা জালিয়াতির অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধে মোট ৫৫ পাতার চার্জশিট পেশ করেছে ইডি। চার্জশিটে ২৬ জন সাক্ষীর নাম রয়েছে। এই মামলায় এক বছর ১০ মাসের মাথায় চার্জশিট পেশ করল তাঁরা। বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দি ভুয়ো আইএএস দেবাঞ্জন দেব। ২০২১ সালের জুন মাসে কসবায় একটি শিবির থেকে সাধারণ মানুষকে ভুয়ো করোনা ভ্যাকসিন দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
শুধু তাই নয়, কলকাতা পুরসভার কর্তা পরিচয় দিয়ে তিনি ওই শিবিরের আয়োজন করেছিলেন। তার আমন্ত্রনে শিবিরে এসে ভুয়ো ভ্যাকসিনও নেন স্থানীয় সাংসদ মিমি চক্রবর্তী। এরপরই জানাজানি হয়ে দেবাঞ্জনের কাণ্ড। মিমি চক্রবর্তীর অভিযোগের ভিত্তিতে ভুয়ো ভ্যাকসিন দেওয়ার অভিযোগে দেবাঞ্জনকে গ্রেফতার করে কসবা থানা। এরপর তদন্তে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। কলকাতা পুরসভার যুগ্ম কমিশনার হিসাবে পরিচয় দিয়ে ওই শিবির চালু করেছিল দেবাঞ্জন। করোনার ভ্যাকসিনের নামে ওই শিবিরে অন্য ওষুধ দেওয়া হয়েছিল সবাইকে। যা নিয়ে ঝড় ওঠে গোটা বাংলায়। দেবাঞ্জনকে গ্রেফতারের পর তদন্তভার হাতে নেয় লালবাজারের গোয়েন্দা বিভাগ। ভুয়ো প্রতিষেধক-কাণ্ডে দেবাঞ্জন-সহ আট জনকে গ্রেফতার করা হয়। আদালতের নির্দেশে কলকাতা পুলিশের পাশাপাশি ঘটনার তদন্তে নামে ইডিও। সেই তদন্তে আজ চার্জশিট জমা দিল তাঁরা।


