প্লে অফের উঠার আশা শেষ ইস্টবেঙ্গলের

প্লে অফের উঠার আশা শেষ ইস্টবেঙ্গলের
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: শক্তিশালী হায়দরাবাদের বিরুদ্ধে আপ্রাণ লড়াই করেও ব্যর্থ স্টিফেনের ছেলেরা। আর সেই সঙ্গে প্লে অফে পৌঁছনোর আশা শেষ লাল-হলুদ শিবিরের। ২-০ গোলে হারল লাল হলুদ।ম্যাচের বয়স সবে নয় মিনিট। বাঁদিক থেকে বরহার ক্রসে হেডে গোল করে হায়দারাবাদকে এগিয়ে দিলেন সিভেরিও। হেড রাখলেন সেকেন্ড পোস্টে। কিছুই করার ছিল না ইস্টবেঙ্গল গোলরক্ষকের। এরপর রোহিত এবং হিতেশ শর্মা সহজ সুযোগ না হারালে ব্যবধান বাড়িয়ে নিতে পারত ম্যানুয়াল মারকুজের দল।
ইস্টবেঙ্গল অবশ্যই দ্বিতীয় আর্ধে গোল শোধ করার মরিয়া চেষ্টা করল। যখন মনে হচ্ছিল, ইস্টবেঙ্গল হয়তো শেষদিকে গোল করে সমতা ফেরাবে, সেইসময়ও গোল হজম করল তারা। হায়দরাবাদ দলের পক্ষে প্রথম গোল করেছিলেন জেভিয়ার সিভেইরো। খেলার বয়স সেইসময় ৯ মিনিট। একেবারে শেষে ইনজুরি টাইমে চারমিনার শহরের দলের পক্ষে গোল দেন অ্যারেন ডি'সিলভা।ম্যাচের বয়স সবে নয় মিনিট। বাঁদিক থেকে বরহার ক্রসে হেডে গোল করে হায়দারাবাদকে এগিয়ে দিলেন সিভেরিও। হেড রাখলেন সেকেন্ড পোস্টে। কিছুই করার ছিল না ইস্টবেঙ্গল গোলরক্ষকের। এরপর রোহিত এবং হিতেশ শর্মা সহজ সুযোগ না হারালে ব্যবধান বাড়িয়ে নিতে পারত ম্যানুয়াল মারকুজের দল। ইস্টবেঙ্গল অবশ্যই দ্বিতীয় আর্ধে গোল শোধ করার মরিয়া চেষ্টা করল।এদিন তিন পয়েন্ট ঘরে তোলায় লিগ তালিকার শীর্ষে থাকা মুম্বই সিটি এফসির থেকে চার পয়েন্ট দূরে দ্বিতীয় স্থানে রইল নিজামের শহরের ক্লাব (৩৫)। আর ১৪ ম্যাচে ইস্টবেঙ্গলের ঝুলিতে সেই ১২ পয়েন্টই।


