ফের হার ইস্টবেঙ্গলের, জয় পেল বাংলা

ফের হার ইস্টবেঙ্গলের, জয় পেল বাংলা
13 Jan 2023, 10:37 PM

ফের হার ইস্টবেঙ্গলের, জয় পেল বাংলা

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: আবার হার ইস্টবেঙ্গলের। ইস্টবেঙ্গল ম্যাচের আগেই এখন রিপোর্ট তৈরি করা যায়। হার জানা থাকে। শুধু স্কোর বসিয়ে নিলেই হয়। জামসেদপুর ২- ১ গোলে জিতলো। ক্লেইটনের গোলে এগিয়েও হার। দ্বিতীয়ার্ধে দীর্ঘদেহী হ্যারি কে নামিয়ে খেলাটা ধরে নিলো জামসেদপুর। গোল খাওয়া সময়ের অপেক্ষা ছিল। হ্যারি আর ঋত্বিক গোল করলেন। অযোগ্য ম্যানেজমেন্ট। অযোগ্য কোচ আর পাতি কিছু ফুটবলার। এটাই স্বাভাবিক। ভাগ্গিস এবার অবনমন নেই।

আজকেই লাল হলুদ ব্রিগেডের সদস্য ক্লিইটন আইএসএলে ৫০ তম ম্যাচ খেলবেন ক্যাপ্টেন ক্লিইটন সিলভা। আর এই বিষয়ে তিনি এদিন বলেন, 'আমি যখন ২০১৯ সালে প্রথমবার ভারতে খেলার সুযোগ পাই, তখন এই দেশটা খেলার জন্য আমার কাছে নতুন ছিল। আমি খুব খুশি এই লিগে ৫০ তম ম্যাচ খেলতে পেরে। ভারতে এটা আমার তৃতীয় মরশুম।'

বাংলার জয়ের ধারা অব্যাহত সান্তোষে। আজ প্রতিপক্ষ ছিল ছত্তিশগড়। এই ম্যাচেও বাংলার আধিপত্য বজায় থাকল। এদিন বাংলা ২-০ গোলে হারাল ছত্তিশগড়কে। বাংলার হয়ে জোড়া গোল করেন নরহরি শ্রেষ্ঠ। তবে প্রথমার্ধে একাধিক গোলের সুযোগ তৈরি করেছিল বাংলা। সেই সব সুযোগ নষ্টও হয়। সুযোগের সদ্ব্যবহার করতে পারলে বিরতির আগেই একাধিক গোলে এগিয়ে থাকতে পারত বাংলা। নরহরির গোল দুটোর পিছনে অবদান রয়েছে দীপক রেজ্জাকের। তিনিই গোলের গন্ধ মাখা বল বাড়িয়েছেন নরহরিকে।

Mailing List