প্রথম ম্যাচ থেকেই তিন পয়েন্টের লক্ষ্যে নামছে ইস্টবেঙ্গল  

প্রথম ম্যাচ থেকেই তিন পয়েন্টের লক্ষ্যে নামছে ইস্টবেঙ্গল   
25 Sep 2023, 12:15 PM

প্রথম ম্যাচ থেকেই তিন পয়েন্টের লক্ষ্যে নামছে ইস্টবেঙ্গল

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: আজ আইএসএল অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপে চ্যাম্পিয়ন হতে না পারলেও রানার্স হয়েছে লাল হলুদ ব্রিগেড। ডুরান্ডের পারফরম্যান্সই স্বপ্ন দেখাচ্ছে লাল হলুদ সমর্থকদের। কুয়াদ্রাতও চাইছেন ডুরান্ডের আত্মবিশ্বাস নিয়েই আইএসএলের প্রথম ম্যাচে মাঠে নামতে।

স্প্যানিশ কোচ বলেন, ‘ডুরান্ডের পারফরম্যান্সে আমাদের আত্মবিশ্বাস দিয়েছে। আইএসএল একটা ‌লম্বা লিগ, এখানে ধারাবাহিকতা বজায় রাখাই সব থেকে বড় চ্যা‌লেঞ্জ সব দলের কাছে। ব্যাতিক্রম নয় আমরাও। তবে টুর্নামেন্টের প্রথম ম্যাচ সব সময়ই গুরুত্বপূর্ণ।’

কেমন? কুয়াদ্রাতের জবাব, 'জামশেদপুর সম্পর্কে আমরা বেশি কিছু জানি না। তবে এটা কোনও অজুহাত নয়। আমাদের পরিকল্পনা তৈরি করতে হবে। ভালো খেলার জন্য প্রস্তুত হতে হবে। মরশুমের প্রথম ম্যাচ জিততে হবে। এটা কোনও বড় ব্যাপার নয়। আমরা আমাদের মতো খেলব। তবে এটাও ঠিক যে প্রথম ম্যাচ জেতা খুব জরুরি। ঘরের মাঠে ছ'টা ম্যাচ খেলে ফেলেছি আমরা। সমর্থকরাও আমাদের পাশে আছেন। তাঁদের জন্যই জেতার ভাবনা নিয়ে মাঠে নামব।'

প্রায় চব্বিশ ঘণ্টা আগে ডিফেন্সের দুই স্তম্ভ জর্ডন এলসে এবং লালচুংনুঙ্গা নেই। ডুরান্ড কাপের ফাইনালের দিনই হাঁটুতে ব্যপক চোট পেয়ে মাঠের বাইরে চলে যান জর্ডন। পরে জানা যায়, এসিএল-এ চোট পেয়েছেন। তবে অস্ত্রপচার সফল হয়েছে। কিন্তু খুব তাড়াতাড়ি ফেরার কোনও সম্ভাবনা নেই। অন্যদিকে লাল রয়েছেন এশিয়ান গেমসে ভারতীয় দলে। সেক্ষেত্রে আসু সমস্যাকে পাত্তাই দিচ্ছেন না। ইস্টবেঙ্গল হেড কোচ সাফ জানাচ্ছেন, এই সব তো ফুটবলে হয়। ফুটবলের অঙ্গ। এই সব নিয়ে আমরা ভাবিত নই। তিনি বলেন, ''ডুরান্ডে জর্ডন যা খেলেছে, আমরা সত্যই খুব খুশি। কিন্তু আগেই বলেছি, এই সব ফুটবলে হয়েই থাকে।

Mailing List