ভূমিকম্পে কেঁপে উঠল মরক্কো, মৃত ২৯৬, আহত বহু

ভূমিকম্পে কেঁপে উঠল মরক্কো, মৃত ২৯৬, আহত বহু
09 Sep 2023, 12:15 PM

ভূমিকম্পে কেঁপে উঠল মরক্কো, মৃত ২৯৬, আহত বহু

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ স্থানীয় সময় রাত ১১টা ৫ মিনিট নাগাদ মারাকেশ এবং ওকাইমেডেন তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল। মৃত্যু হয়েছে ২৯৬ জনের। আহত হয়েছে বহু। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূকম্পনের মাত্রা ছিল ৬.৮।
তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল মারাকেশ (Marakesh) থেকে ৭২ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং ওকাইমেডেনের ৫৬ কিলোমিটার পশ্চিমে, মাটি থেকে ১৮.৫ কিলোমিটার গভীরে। ভূমিকম্পে কেঁপে ওঠে মধ্য মরক্কোর (Morocco) বিস্তীর্ণ এলাকা। শহরের বাড়িঘর তাসের ঘরের মতো ভেঙে পড়ে। আতঙ্কিত হয়ে বাসিন্দারা ভয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসতে শুরু করেন।
মসজিদ সহ বেশ কয়েকটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ও অজস্র বাড়িঘর ভূমিকম্পে ভেঙে পড়েছে। এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের পক্ষ থেকে আফ্রিকার এই দেশটিকে যথাসম্ভব সাহায্য করা হবে বলে এক্স হ্যান্ডেলে আশ্বাস দিয়েছেন তিনি।

Mailing List