উত্তরবঙ্গে ভূমিকম্প! উৎপত্তিস্থল মায়ানমারের কাছে

উত্তরবঙ্গে ভূমিকম্প! উৎপত্তিস্থল মায়ানমারের কাছে
আনফোল্ড বাংলা প্রতিবেদন: ভূমিকম্প অনুভূত হল উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়। সূত্রের খবর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জুড়ে ভূমিকম্প অনুভূত হয়েছে।
আজ, শুক্রবার বিকেল পৌনে চারটে নাগাদ এই ভুকম্পন অনুভূত হয়। কম্পনের ফলে নড়ে ওঠে বাড়ির জিনিসপত্র, পুকুরের জল। হাল্কা বাড়িও দুলে ওঠে। অনেকেই বাড়ি থেকে দ্রুত বাইরে বেরিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেন। তবে এখনও পর্যন্ত কোন ক্ষয় ক্ষতির খবর পাওয়া যায়নি।
শুক্রবার বিকাল ৩টা ৪২মিনিট নাগাদ এঅ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল মিজোরামের চম্পাই থেকে ৫৮ কিলোমাটির দক্ষিণ-পূর্বে, আইজল থেকে ১২৩ কিলোমিটার ও মায়ানমারের ফালাম থেকে ১৯ কিলোমিটার দূরে (উত্তর দিকে)। গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৬০ কিলোমিটার নীচে।


