রাস্তা সম্প্রসারণের জন্য চলছে মাটি খোঁড়া, রাস্তার ধারে বাড়ি ভেঙে পড়ার আশঙ্কায় আতঙ্কিত শান্তিপুরের বাসিন্দারা

রাস্তা সম্প্রসারণের জন্য চলছে মাটি খোঁড়া, রাস্তার ধারে বাড়ি ভেঙে পড়ার আশঙ্কায় আতঙ্কিত শান্তিপুরের বাসিন্দারা
কুহেলি দেবনাথ, শান্তিপুর
৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে। আর সে জন্য চলছে মাটি খোঁড়ার কাজ। আর তাতেই চরম দুশ্চিন্তায় পড়েছেন এলাকার বাসিন্দারা। কারণ, বাড়ির পাশ থেকে প্রায় ১৫ ফুট গর্ত করে চলছে মাটি খোঁড়া। ধস নেমে বাড়িঘর ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাতেই চিন্তায় ঘুম উড়েছে রাস্তার ধারে থাকা পরিবারগুলির। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার বাইপাস এলাকার।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য এমনভাবে বাড়ির পাশ থেকে মাটি খোঁড়া চলছে যখন তখন ধস নেবে ভেঙে যেতে পারে তাঁদের বাড়িঘর। তাঁদের দাবি, একাধিকবার বিষয়টি নিয়ে ঠিকাদার সংস্থার লোকজনকে জানিয়েও সুফল মেলেনি। তাই এবার তাঁরা বিক্ষোভের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের দাবি, তাঁরা উন্নয়নের বিরোধীতা করছেন না। তাওরাও চান রাস্তা সম্প্রসারিত হোক কিন্তু তাঁদের কথা দিতে হবে রাস্তা খোঁড়ার কারণে তাঁদের বাড়ির ক্ষতি হলে সে দায় নিতে হবে সংস্থাকে। নাহলে বাড়ি ভেঙে গেলে তাঁরা থাকবেন কিভাবে? এরপর তাঁরা প্রশাসনকেও জানাতে চান। প্রশাসন কোনও পদক্ষেপ না নিলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন।


