বান্দোয়ানে ডিওয়াইএফআই নেতাকে গুলি, বিক্ষোভ খতড়ায়

বান্দোয়ানে ডিওয়াইএফআই নেতাকে গুলি, বিক্ষোভ খতড়ায়
14 Jan 2023, 07:20 PM

বান্দোয়ানে ডিওয়াইএফআই নেতাকে গুলি, বিক্ষোভ খতড়ায়

 

দেবনাথ মোদক, খাতড়া 

 

ডিওয়াইএফআই -এর বান্দোয়ান এরিয়া কমিটির সম্পাদক কৃষ্ণপদ টুডুর উপর হামলা ঘটেছিল শুক্রবার। আপ দুষ্কৃতীদের গ্রেপ্তার করার দাবি নিয়ে খাতড়া শহরে একটি বিক্ষোভ মিছিল হল শনিবার। শনিবার দুপুরে সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই-এর খাতড়া এরিয়া কমিটির পক্ষ থেকে ওই বিক্ষোভ মিছিল করা হয়। এদিন শহরের জলডোবরার দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা করে খাতড়া থানার সামনে গিয়ে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান সংগঠনের সদস্যেরা। পরে পুনরায় দলীয় কার্যালয়ে এসে মিছিল শেষ হয়। 

সংগঠনের সদস্যরা জানান, শুক্রবার সন্ধ্যায় ডিওয়াইএফআই বান্দোয়ান এরিয়া কমিটির সম্পাদক কৃষ্ণপদ টুডুর ওপরে কিছু দুষ্কৃতী অতর্কিতে হামলা করে। বর্তমানে কৃষ্ণপদ টুডু চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতেই এই মিছিল। মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএমের খাতড়া এরিয়া কমিটির সম্পাদক সুনীল মাহাতো, ডিওয়াইএফআই-এর খাতড়া এরিয়া কমিটির সম্পাদক দেবদুলাল প্রামানিক ও সংগঠনের অন্যান্য সদস্যেরা।

 

Mailing List