ক্যানসারে আক্রান্ত হয়েই ঔষধ খেয়েছিলেন দ্যুতি চাঁদ

ক্যানসারে আক্রান্ত হয়েই ঔষধ খেয়েছিলেন দ্যুতি চাঁদ
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: প্রচুর সংগ্রাম করে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন দ্যুতি চাঁদ। এতদিন জীবনের আর এক লড়াইয়ের কথা চেপে রেখেছিলেন দ্যুতি। নাডা তাঁর উপর চার বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করার পর দ্যুতি জানিয়েছেন, তিনি ক্যানসারের সঙ্গে লড়াই করছেনডোপিং প্রসঙ্গে দ্যুতি বলেন, ‘আমার একটি এমআরআই স্ক্যান করার পর চিকিৎসক বলেন আমার শরীরে লেভেল ওয়ান ক্যানসার বাসা বাঁধতে শুরু করেছে, আমি অত্যন্ত আশঙ্কিত হয়ে পড়ি।আমি ব্যাথা কমানোর জন্য ঔষধ খাই, আমি জানতাম না এটা ডোপিং। আমার আইনজীবী আমাকে রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। এখনও পর্যন্ত কোনও অ্যাথলিটের চার বছরের নির্বাসন হয়নি।’
শাস্তির কবল থেকে বেরিয়ে আসতে এবার কেন্দ্র এবং রাজ্য সরকারের দ্বারস্থ হলেন দ্যুতি। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাতকারে এশিয়াডে পদকজয়ী অ্যাথলিট বলেন, ‘আমি গতকাল খবর পাই। চার বছরের নির্বাসনের বিরুদ্ধে আমি যে মামলা করেছিলাম তাতে পরাজিত হয়েছি। এটা আমার জন্য খুবই দুঃখের, এরআগে আমি একাধিকবার ডোপ পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছি্, কিন্তু কোনও বারই এই ঘটনা ঘটেনি।’
ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি দ্যুতি চাঁদের উপর যে নিষেধাজ্ঞা দিয়েছে, তা শুরু হয়েছে ২০২৩ সালের ৩ জানুয়ারি থেকে। এশিয়ান গেমসে জোড়া রূপো পাওয়া দ্যুতির কাছে এখনও ২১ দিন সময় রয়েছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন করার।গত ৫ এবং ২৭ ডিসেম্বর ডোপ পরীক্ষার জন্য দ্যুতির যে নমুনা নেওয়া হয়েছিল, তাতে নিষিদ্ধ ওষুধের অস্তিত্ব পাওয়া গিয়েছে। গত ৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে তাঁর নির্বাসনের মেয়াদ।


