ফের বিতর্কে দ্যুতি চাঁদ, ডোপিংয়ের দায়ে পেলেন কড়া শাস্তি

ফের বিতর্কে দ্যুতি চাঁদ, ডোপিংয়ের দায়ে পেলেন কড়া শাস্তি
18 Aug 2023, 07:50 PM

ফের বিতর্কে দ্যুতি চাঁদ, ডোপিংয়ের দায়ে পেলেন কড়া শাস্তি

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: ডোপিং করে কড়া শাস্তি পেলেন দ্যুতি চাঁদ। গত বছর ৫ ও ২৬ ডিসেম্বর দ্যুতির নমুনা নেওয়া হয়। ২টি নমুনাতেই একইরকম নিষিদ্ধ বস্তু 'সিলেকটিভ অ্যান্ড্রোজেন রিসেপটর মডুলেটরস' পাওয়া গিয়েছে। অস্টিওপরোসিস, রক্তাপ্লতা, ক্ষত সারানোর জন্য ব্যবহার করা হয় এই বস্তুটি। এটি নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ডোপ-বিরোধী সংস্থা (ওয়াডা)। ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সির ২.১ ও ২.২ বিধিনিষেধ লঙ্ঘনের জন্য দ্যুতিকে নির্বাসিত করা হয়েছে। তবে না জেনে অনিচ্ছাকৃত ভাবে কোনও ওষুধ খেয়ে ফেললে, সেটাও প্রমাণ করার সুযোগ পাবেন ভারতের তারকা অ্যাথলিট। অ্যাপিল জানানোর জন্য হাতে ২১ দিন সময় রয়েছে তারকার।

যদিও শেষ পর্যন্ত দোষ স্বীকার করতে বাধ্য হয়েছেন দ্যুতি। অ্যান্টি-ডোপিং ডিসিপ্লিনারি প্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছে, 'সংশ্লিষ্ট অ্যাথলিট ও তাঁর আইনজীবী ন্যাশনাল ডোপ টেস্টিং ল্যাবরেটরির রিপোর্ট অস্বীকার করেননি। তবে তাঁরা জানিয়েছেন, অনিচ্ছাকৃতভাবে নিষিদ্ধ বস্তু গ্রহণ করেছেন। ফিজিওথেরাপিস্টের পরামর্শেই তিনি ওই নিষিদ্ধ বস্তু গ্রহণ করেছিলেন।'

দ্যুতির আইনজীবী পার্থ গোস্বামী বলেছেন, ‘যে নিষিদ্ধ ওষুধ খাওয়ার কথা বলা হয়েছে, সেটা না জেনেই নেওয়া হয়েছে। একেবারেই অনিচ্ছাকৃত ভাবে। তা ছাড়া যে সময় ওষুধ খাওয়া হয়েছিল, তখন কোনও প্রতিযোগিতা ছিল না। তাই বিশেষ কোনও উদ্দেশ্যে ওষুধ খাওয়া হয়েছিল, তার কোনও প্রমাণ নেই।’

দ্যুতি চাঁদ বর্তমানে ভারতের দ্রুততম মহিলা অ্যাথলিট। তিনি ২০২১ সালের জুন মাসে পাতিয়ালায় আয়োজিত ইন্ডিয়ান গ্রাঁ পি-তে ১০০ মিটার দৌড়ে রেকর্ড তৈরি করেন। মাত্র ১১.১৭ সেকেন্ডে তিনি ১০০ মিটার পার করেন। কিন্তু তারপর থেকে তিনি বিতর্কে জড়িয়েছিলেন। কখনও ব্যক্তিগত কারণে, আবার কখনও পেশাদার কারণে। এবার সরাসরি নির্বাসিত হয়ে গেলেন তিনি।

Mailing List