প্রজননের সময় মেয়ে পাখির পাশে মাথা নাচিয়ে কোমল সুরে ডাকে পুরুষরা, পাখি চিনুন, পাখি জানুন / তিলে ঘুঘু (spotted dove)

প্রজননের সময় মেয়ে পাখির পাশে মাথা নাচিয়ে কোমল সুরে ডাকে পুরুষরা, পাখি চিনুন, পাখি জানুন / তিলে ঘুঘু (spotted dove)
11 Jul 2022, 10:15 AM

প্রজননের সময় মেয়ে পাখির পাশে মাথা নাচিয়ে কোমল সুরে ডাকে পুরুষরা, পাখি চিনুন, পাখি জানুন / তিলে ঘুঘু (spotted dove)

 

রাকেশ ঘোষ

 

প্রজননের সময় এলেই প্রেম জাগে মনে। আর তখনই ছেলে পাখি মেয়ে পাখির পাশে মাথা নাচিয়ে অবিরাম ডাকে। কোমল সুরে, ক্রক..ক্রক করে। আর সেই ডাকে সাড়া দিয়ে আসে মেয়ে পাখি। কাঁটাওয়ালা ঝোপ, বাঁশঝাড়, খেজুর ও অন্যান্য ছোট গাছে কাঠি বিছিয়ে বাসা বানিয়ে নেয় তার আগে। সেখানে ডিম পাড়ে। ডিমগুলো সাদা বর্ণের হয়। সাধারণত ১৩ দিনের মাথায় ডিম ফোটে।

মাঠে, চাষের জমিতে, এমনকী ঘরের বারান্দাতেও খাবারের খোঁজে হেঁটে বেড়াতে দেখা যায় এই তিলে ঘুঘুদের। ভয় পেলে শব্দ করে ডানা ঝাপটিয়ে উড়ে যায়। ওড়ার সময় লেজের প্রান্তে সাদা মোটা দাগ দেখে খুব সহজেই এই পাখিটিকে চিনে ফেলা যায়। সাধারণত শস্য, বীজ যেতে পছন্দ কর। তবে প্রয়োজনে পোকাও খেতে দেখা যায়।

এদের গলার উপরিভাগে সাদা দাগযুক্ত অর্ধেক গলাবন্ধনী থাকে। যা থেকেও এই বিশেষ ঘুঘু পাখিটিকে চেনা যেতে পারে। এদের ডানা গাঢ় ধূসর বর্ণের। চোখ অনেক ক্ষেত্রেই লাল, বুকের অংশে গোলাপি আভা দেখা যায়। পায়ের রং গাঢ় গোলাপি। এরা সারা বছর প্রজননে সক্ষম হলেও, গ্রীষ্মকাল এদের বিশেষ পছন্দের। এপ্রিল থেকে জুলাই মাস। গাছের অধিক পাতাযুক্ত ডাল, ঝোপ সদৃশ্য অংশ, টেলিফোনের বা ইলেকট্রিকের স্তম্ভ, এমনকী ঘরের বিম ও বাড়ির ফাটা অংশের মধ্যেও বাসা তৈরি করতে পারে। এই পাখিটি কিন্তু বিপদের মুখে। এই পাখিটিকে পোষ্য হিসেবে বিক্রি করার জন্য মানুষ টোপ দিয়ে এদের বন্দি করে। এছাড়া বহুল পরিমাণে কীটনাশক ও আগাছানাশক ব্যবহারের ফলে এদের বিপদ বহুগুন বেড়ে গিয়েছে। কারণ, এরা খোলা জমিতে খাবার সংগ্রহ করে।

মানুষ এদের খাদ্য হিসেবেও ব্যবহার করে থাকে। দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশগুলোতে এই পাখিটির আদি বাসস্থান। তবে অস্ট্রেলিয়া, পাপুয়া নিউগিনিয়াতেও চোখে পড়ে তিলে ঘুঘু।

Mailing List