দূর্গাপুর প্রজেক্ট লিমিটেডের সাত নম্বর ইউনিটের গেটে বিস্ফোরণের জেরে মৃত এক, আহত আরও এক শ্রমিক

দূর্গাপুর প্রজেক্ট লিমিটেডের সাত নম্বর ইউনিটের গেটে বিস্ফোরণের জেরে মৃত এক, আহত আরও এক শ্রমিক
আনফোল্ড বাংলা প্রতিবেদন: দুর্গাপুর প্রোজেক্ট লিমিটেডের ভিতরে 7 নম্বর ইউনিটের গেট সংলগ্ন ব্যাপক বিস্ফোরণ হয়। কর্মরত এক ঠিকা শ্রমিকের মৃত্যু হয়। ঘটনাস্থলে খন্ড বিখন্ড হয়ে যায় দেহ। মৃত শ্রমিকের নাম ওমপ্রকাশ চৌহান (৩৬)আর ও একজন ঠিকা কর্মী বাম রুইদাস গুরুতর আহত হয়। আহত ব্যক্তিকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোক ওভেন থানার পুলিশ ও দমকল। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ডিপিএল আধিকারিক গোপীনাথ মাঝি জানান, বৈদ্যুতিক কোনও বিস্ফোরণ ঘটেনি। অন্য কী কারণে বিস্ফোরণ হয়েছে খতিয়ে দেখছে ডিপিএল কর্তৃপক্ষ। ঘটনাস্থলে আসেন বিধায়ক তথা তৃণমূল শ্রমিক সংগঠন সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল।

