পুরুলিয়ার দুর্গাপুজোও এবার হাতের মুঠোয়, করোনা আবহে কেমন পুজো হল দেখে নিন
23 Oct 2020, 03:10 PM
২০২০ সাল মানেই যেন আতঙ্ক। না, শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়। সারা বিশ্বেই। তার মধ্যেই এসে গেল বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। কিন্তু কত বিধিনিষেধ। ঠাকুর দেখতেও মানা! অনেকটাই তাই। কারণ, করোনা। তাই বাড়িতে বসে ঠাকুর দেখাই ভালো। অনলাইনে দেখে নিন পুরুলিয়ার বেশ কয়েকটি প্যান্ডেল ও প্রতিমা।
ছবিগুলি তুলেছেন আশিস বন্দ্যোপাধ্যায়