Durga Puja: বিদেশে বাঙালির দুর্গাপুজো

Durga Puja: বিদেশে বাঙালির দুর্গাপুজো
আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ এবার শুধু বাঙালিরা নন, বার্সিলোনার দুর্গাপুজোয় বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশনের (বিসিএ) ব্যানারে সামিল হবেন পরবাসী ভারতীয়রা সকলেই।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়ে দিয়েছেন, পুজোয় তাঁরা বিশ্ব বাংলা লোগো ব্যবহার করতে পারবেন। এরই সঙ্গে বিশ্ব বাংলা শারদ সম্মান পাওয়ার জন্য তাঁরা আবেদনও করতে পারবেন।
পুজোর শুরু গত বছর হলেও তখনও বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন (Bengali cultural asociation) তেমন হয়নি। তবে এবার পুজোর মাসখানেক দেরি থাকলেও তাঁদের প্রস্তুতি এখন তুঙ্গে। কারণ তাঁদের হাতে সময় অত্যন্ত কম। সারা সপ্তাহ কাজের পর সপ্তাহান্তটুকুই পুজোর কাজ করার সময়। সেই কারণেই ব্যস্ততা তুঙ্গে। শনি–রবিবার চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া। অনুষ্ঠান সূচিও হবে পুরোপুরি ভারতীয়।
থাকবে পুজোর চারদিন খাওয়া দাওয়া আর হুল্লোড়ের ব্যবস্থা। তবে পুজো হবে নিয়ম মেনে। তবে দুর্গা প্রতিমা তৈরি করে ভারত (India)থেকে নিয়ে আসা সম্ভব নয় সময়ের অভাবে। তাই যামিনী রায়ের আঁকা দুর্গা প্রতিমার পেইন্টিং বড় ডিজিটাল প্রিন্ট করে এবার পুজো হবে বিদেশে। আর মাটির ছোট মাতৃপ্রতিমাও থাকবে সেখানে।


