টাকার অভাবে কাঁধে তুলে নিয়ে যেতে হয়েছিল স্ত্রীর মৃতদেহ, মুখ‍্যমন্ত্রীকে চিঠি দিলেন জয়কৃষ্ণ

টাকার অভাবে কাঁধে তুলে নিয়ে যেতে হয়েছিল স্ত্রীর মৃতদেহ, মুখ‍্যমন্ত্রীকে চিঠি দিলেন জয়কৃষ্ণ
09 Jan 2023, 09:28 PM

টাকার অভাবে কাঁধে তুলে নিয়ে যেতে হয়েছিল স্ত্রীর মৃতদেহ, মুখ‍্যমন্ত্রীকে চিঠি দিলেন জয়কৃষ্ণ

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: দিন কয়েক আগেই টাকার অভাবে স্ত্রীর মৃতদেহ কাঁধে করে শ্মশানের দিকে নিয়ে যেতে হয়েছিল তাঁকে। ছেলেকে সঙ্গে নিয়ে সেই মৃতদেহ জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে শ্মশানের দিকে নিয়ে যান। অ্যাম্বুলেন্সে দেহ নিয়ে যাওয়ার জন্য তিন হাজার টাকা দাবি করা হয়। অত টাকা দিতে পারেননি তিনি। তাই ছেলের কাঁধে মায়ের মৃতদেহ তুলে দিয়ে পিছন পিছন তিনি মাঝে মাঝে সেই দেহ কাধ দিয়ে নিয়ে গিয়েছেন। আর সেই ছবি দেখেছে সারা রাজ্যের মানুষ। এই মর্মান্তিক দৃশ্যে রাজ্যজুড়ে নিন্দার ঝড় বয়ে গিয়েছে।

এবার জলপাইগুড়ির জেলা শাসকের দপ্তরে গিয়ে এদিন দুপুরে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি দিয়ে আসলেন ক্রান্তি ব্লকের বাসিন্দা মৃতা লক্ষ্মীরানী দেওয়ানের স্বামী জয়কৃষ্ণ দেওয়ান। এই ছবি দেখার পরই এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ওই বৃদ্ধার দেহ অ্যাম্বুলেন্সে করে ক্রান্তির বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এরপরই প্রশ্ন উঠে গিয়েছিল, বেসরকারি অ্যাম্বুলেন্স এবং শববাহী গাড়ির দর হাঁকানো নিয়ে। জেলার পুলিশ সুপার অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। জলপাইগুড়ি হাসপাতাল ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করে। সেই তদন্ত চলছে। তার আগেই জলপাইগুড়ির জেলাশাসকের দপ্তরে গিয়ে জয়কৃষ্ণ দেওয়ান আবেদন পত্র দিয়েছেন। সেটি তিনি ইতিমধ্যেই পেয়েছেন বলে জানিয়েছেন জেলাশাসক মৌমিতা গোদারা বসু। ওই আবেদন পত্রটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তিনি পাঠিয়ে দেবেন বলে জানিয়েছেন।

Mailing List