আকন্ঠ মদ্যপান সরকারি হাসপাতালের ডাক্তার, রাস্তায় গড়াগড়ি

আকন্ঠ মদ্যপান সরকারি হাসপাতালের ডাক্তার, রাস্তায় গড়াগড়ি
21 Sep 2023, 04:30 PM

আকন্ঠ মদ্যপান সরকারি হাসপাতালের ডাক্তার, রাস্তায় গড়াগড়ি

আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ চিকিৎসা করা যাঁর কাজ সেই ডাক্তার বাবু আকন্ঠ মদপান করে লুটোপুটি খাচ্ছেন হাসপাতালে। পূর্ব বর্ধমানের (Burdwan) কেতুগ্রাম গ্রামীণ হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাক্তার সৌরভ দাসকে এমন অবস্থায় দেখে কার্যতই হতভম্ব হয়ে যান হাসপাতালে আসা রোগী ও তাদের পরিজনরা। তবে ঘটনা জেনে ক্ষোভ চেপে রাখেন নি জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা।
ডাক্তার ‌সৌরভ দাস এই হাসপাতালে রোগীদের চিকিৎসা করে থাকেন। এদিন বিকেলে সেই ডাক্তারবাবুকে মদ খেয়ে মাতলামি (Drunk)করতে দেখে সকলের চক্ষু চড়কগাছ। এতটাই মদ্যপান করেছিলেন যে তাঁর নিজের পায়ে দাঁড়ানোর মতো ক্ষমতা ছিল না। হাসপাতাল সংলগ্ন পাচুন্দি মোড়ের কাছে ‌রাস্তায় হামাগুড়ি দেওয়া থেকে শুরু করে ভ্যানের উপর শুয়ে লুটোপুটি খাওয়া, অকথ্য ভাষায় গালিগালাজ করা কিছুই তিনি আর বাকি রাখলেন না। সরকারী হাসপাতালের একজন মেডিক্যাল অফিসারকে এমন মাতলামি করা দেখে হতবাক কেতুগ্রাম হাসপাতালে চিকিৎসা করাতে যাওয়া মানুষজনের।
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম বলেন,'যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে সত্যিই এটা ভীষণ খারাপ বিষয়। ওই চিকিৎসককে শীঘ্রই ডেকে পাঠানো হবে। প্রয়োজনে তার কাউন্সিলিং করানো হবে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেব'।

Mailing List