স্বপ্নভঙ্গ! ডায়মন্ড লিগে সোনা হাতাছাড়া নীরজের!

স্বপ্নভঙ্গ! ডায়মন্ড লিগে সোনা হাতাছাড়া নীরজের!
17 Sep 2023, 02:15 PM

স্বপ্নভঙ্গ! ডায়মন্ড লিগে সোনা হাতাছাড়া নীরজের!

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: ডায়মন্ড লিগে দ্বিতীয় স্থানে শেষ করলেন নীরজ চোপড়া। ফাইনালে জ্যাকুব ভাদলেচের কাছে হারলেন ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার। এবছর এই প্রথম কোনও টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেন না নীরজ।

ফাইনালের সময় নীরজকে তার ছন্দে দেখা যায়নি। তিনি তার দুটি প্রচেষ্টায় ফাউল করেছিলেন, বাকিটিতে তাকে একেবারেই সাধারণ লাগছিল। নীরজ যদি এবার ডায়মন্ড লিগ ফাইনালের শিরোপা জিততে সফল হতেন, তাহলে তিনি প্রথম ভারতীয় এবং বিশ্বের একমাত্র তৃতীয় খেলোয়াড় হতেন।৮৩.৮০ মিটার ক্লিয়ার থ্রো করে দ্বিতীয় স্থান অর্জন করেন এবং শেষ পর্যন্ত তিনি এই জায়গাটি ধরে রেখে ছিলেন।

চলতি বছর এটাই সবচেয়ে খারাপ পারফরম্যান্স নীরজের। এই মরশুমে এর আগে সব ইভেন্টেই ৮৫ মিটারের বেশি জ্যাভলিন ছুঁড়েছেন ভারতের সোনার ছেলে। তবে এর জন্য অনেকেই দায়ী করছেন ইউজিনের আবহাওয়াকে। প্রবল বেগে হাওয়া থাকায় কোনও অ্যাথলিটই নিজেদের সেরাটা দিতে পারেননি।

নীরজের শুরুটাই ভাল হয়নি। ভারতী। তারকার প্রথম থ্রো বিফলে যায়। দ্বিতীয় থ্রো-তে নীর ৮৩.৮০ মিটার জ্যাভেলিন ছোড়েন। তৃতীয় থ্রোতে ৮১.৩৭, চতুর্থ থ্রো ফাউল, পঞ্চম ও ষষ্ঠ থ্রোতে যথাক্রমে ৮০.৭৪ ও ৮০.৯০ মিটারের বেশি জ্যাভেলিন ছুড়তে পারেননি নীরজ চোপড়া। অপরদিকে ইয়াকুব ভাদলেই প্রথম থ্রোতে ৮৪.০১ আবার শেষ থ্রো-তে তা ছাপিয়ে গিয়ে ৮৪.২৪ মিটার দূরত্বে জ্যাভেলিন ছোড়েন।

ডায়মন্ড বিগে টানা দ্বিতীয় সোনা জয়ের সুযোগ হাতছাড়া হলেও একেবারেই হতাশ নন নীরজ চোপড়া।এবার তঁার  লক্ষ্য এশিয়ান গেমস।

Mailing List