সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির অতি স্বল্পপাল্লার মিসাইলের সফল পরীক্ষা ডিআরডিও-র

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির অতি স্বল্পপাল্লার মিসাইলের সফল পরীক্ষা ডিআরডিও-র
আনফোল্ড বাংলা প্রতিবেদন: সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অতি স্বল্পপাল্লার মিসাইলের সফল পরীক্ষা করল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও। মঙ্গলবার বিমান বিধ্বংসী ওই মিসাইলের সফল পরীক্ষা হল ওড়িশার চাঁদিপুর পরীক্ষা কেন্দ্রে। এরপরই প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানান হয়েছে, ‘ভূমি থেকে আকাশ’ মিসাইলটি নিখুঁত ভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। জানা গিয়েছে, অতি স্বল্পপাল্লার এই মিসাইলটির পোশাকি নাম ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম।
বিশেষজ্ঞদের দাবি, কম উচ্চতায় থাকা শত্রু পক্ষের বিমান, ড্রোন এবং মিসাইল ধ্বংস করতে এই মিসাইল অত্যন্ত কার্যকরি। এর ওজনও অত্যন্ত কম হওয়ায় একজন সেনা এটি বহন করতে ও ছুড়তেও পারবেন। এই মিসাইলের সফল পরীক্ষার পর ডিআরডিওকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, এর ফলে আমাদের সশস্ত্র বাহিনী প্রযুক্তিগত ভাবে আরও উন্নত হল। এর আগে চলতি মাসেই দূরপাল্লার ব্রহ্মস মিসাইলের সফল পরীক্ষা করে ভারতের নৌসেনা। কলকাতা ক্লাস গাইডেড মিসাইল ধ্বংসকারী যুদ্ধজাহাজ থেকে ছোঁড়া হয় ব্রহ্মস। ব্রহ্মস উৎক্ষেপণের খবর জানিয়ে নৌসেনার তরফে টুইটারে বলা হয়, আত্মনির্ভর ভারতের দিকে আরও এক কদম এগোলাম আমরা।


