টিম ইন্ডিয়ায় দ্রাবিড় সভ্যতা শেষ! ম্যাচ শেষে দিলেন বড় ইঙ্গিত

টিম ইন্ডিয়ায় দ্রাবিড় সভ্যতা শেষ! ম্যাচ শেষে দিলেন বড় ইঙ্গিত
আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: ২০২১ সালে রবি শাস্ত্রীর জায়গায় ভারতীয় দলের কোচ হন রাহুল দ্রাবিড়। বিসিসিআইয়ের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ ছিল ২০২৩-র বিশ্বকাপ পর্যন্ত। এবার কী পরিকল্পনা? নিজের ভবিষ্যত নিয়ে প্রশ্ন করা হলে দ্য ওয়াল বলেন, ‘আমি এখনও ভাবার সময় পাইনি। আমি এই টুর্নামেন্ট নিয়েই ব্যস্ত ছিলাম। সদ্য বিশ্বকাপ শেষ হয়েছে। নিজের কোচিং নিয়ে মূল্যায়ন করার সময় এখনও পাইনি। ভবিষ্যত নিয়েও ভাবার সময় পাইনি। আমার ফোকাস ছিল শুধু মাত্র এই টুর্নামেন্টে।’ একইসঙ্গে দ্রাবিড় বলেন, ‘গত দুই বছর ধরে এই দলটার সঙ্গে জড়িয়ে আছি। দারুণ আনন্দ করেছি, খুব ভালো সাপোর্ট স্টাফ পেয়েছি। প্রত্যেকের সমর্থন পেয়েছি।’
রোহিত মানছেন, তাঁরা আরও স্কোরবোর্ডে ২০-৩০ রান করতেই পারতেন। সেটি হয়নি কোহলি-রাহুল আউট হয়ে যাওয়ায়। তবে জুনিয়রদের ব্যর্থতায় ভারত অধিনায়ক কিছু বলেননি। তিনি বরং অস্ট্রেলীয় জুটি হেড এবং লাবুশানের কথা বিশেষভাবে বলেছেন। ওই জুটি আমাদের কাপ জয়ের আশা শেষ করে দিয়েছে।
এদিকে ভারতীয় শিবিরে শুধুই হতাশার ছবি। ম্যাচের বেশ কিছু ক্ষণ আগেই পৌঁছে গিয়েছিলেন স্টেডিয়ামে। কিছু ক্ষণ পরে সেখানে এসে পৌঁছন আথিয়া শেট্টি, যিনি কেএল রাহুলের স্ত্রী। একে একে রবীন্দ্র জাডেজার স্ত্রী রিভাবা, রবিচন্দ্রন অশ্বিনের স্ত্রী প্রীতি এবং রোহিত শর্মার স্ত্রী রিতিকাকেও এসে পৌঁছতে দেখা যায়। অনুষ্কা এবং আতিয়া পাশাপাশি বসে গল্প এবং আলোচনা করেছেন। ম্যাচের মাঝে সে দৃশ্য দেখাও গিয়েছে।


