ফের বিপাকে ডোনাল্ড ট্রাম্প, দায়ের হল ধর্ষণের মামলা

ফের বিপাকে ডোনাল্ড ট্রাম্প, দায়ের হল ধর্ষণের মামলা
আনফোল্ড বাংলা প্রতিবেদনঃ ফের বিপাকে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বিরুদ্ধে ফের দায়ের হল ধর্ষণের মামলা। গত সপ্তাহেই ২০২৪ সালে ফের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করার কথা ঘোষণা করেছিলেন স্বয়ং ট্রাম্প। এখন নতুন করে তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের হওয়ার সেই লড়াই কিছুটা হলেও অনিশ্চিত হয়ে গেল। এবার ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের মামলা করলেন সেদেশের জনপ্রিয় এক লেখিকা জিন ক্যারল। ক্যারলের অভিযোগ, ১৯৯০ সালে নিউইয়র্কের একটি পোশাকের দোকানের ড্রেসিংরুমের মধ্যে ট্রাম্প তাঁকে ধর্ষণ করেছিলেন। সম্প্রতি এক বইয়ে ক্যারল লেখেন, ১৯৯০ সালে নিউইয়র্কের একটি ডিপার্টমেন্টাল স্টোরের মহিলাদের ড্রেসিংরুমে তৎকালীন শিল্পপতি ট্রাম্প তাঁকে ধর্ষণ করেছিলেন। তবে পত্রপাঠ ক্যারলের দাবি উড়িয়ে দিয়েছেন ট্রাম্প।
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের দাবি, সম্পূর্ণ মিথ্যা বলছেন ক্যারল। সে কারণে লেখিকার বিরুদ্ধে পাল্টা মানহানির মামলাও করেছেন ডোনাল্ড ট্রাম্প। স্বাভাবিক ভাবে ক্যারলের অভিযোগকে ঘিরে মার্কিন রাজনীতির অন্দরে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। এর আগেও ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ তুলেছিলেন একাধিক মহিলা। কিন্তু সে সব অভিযোগ উড়িয়ে দিয়েই প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। ২০২১ সালের নির্বাচনে তিনি অবশ্য জো বাইডেনের কাছে পরাজিত হন। এখন দেখার ট্রাম্পের বিরুদ্ধে এই ধর্ষণের মামলা আগামীদিনে কোন দিকে মোড় নেয়।


