আপনি কি প্রথম প্লেন ভ্রমণ করবেন? জেনে রাখুন এই টিপস

আপনি কি প্রথম প্লেন ভ্রমণ করবেন? জেনে রাখুন এই টিপস
আনফোল্ড বাংলা প্রতিবেদন: দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছতে বিমানের চেয়ে দ্রুতগতির যন্ত্র আর নেই। যারা বিমানের যাত্রী হননি, তারা অনেকেই জানেন না, বিমানে যাত্রীভেদে সিটের রকমফের রয়েছে। আছে বিশেষরকম ব্যবস্থাও। আর তাই প্রথম প্লেনে ভ্রমণ করতে চাইছেন এমন মানুষের জন্য আজকের এই টিপস।
বিমানের বিশেষ ব্যবস্থাসহ বিভিন্ন সিটের বিষয়ে কোনো আইডিয়া নেই প্রথম বিমানে ভ্রমণকারীদের। প্রতিটি বিমানে মূলত তিন ধরনের সিট থাকে–সাধারণ শ্রেণি বা ইকোনমি ক্লাস, বিজনেস ক্লাস ও ফার্স্ট ক্লাস।
যারা প্রথমবার বিমানে ভ্রমণ করছেন তারা অবশ্য সিটের এই পার্থক্য সহজে ধরতে পারেন না। কারণ, প্রথমবার বিমান ভ্রমণের উত্তেজনায় তারা খেয়ালই করেন না সেদিকে।
এখানে বলে রাখা ভালো, খরচের রকমফের অনুযায়ী বিমানের এই তিন সিটের পার্থক্য করা হয়েছে। বিমানের তিন ধরনের সিটের মধ্যে সবচেয়ে কম ভাড়া হয়ে থাকে ইকোনমি ক্লাসের। বিজনেস ক্লাস এবং ফার্স্ট ক্লাসের ভাড়া বেশি। বিমানে অনেকেই কেবিনের সামনে বসার জন্য টিকিট কেনেন।
আবার এই বিমান টিকিটের সঙ্গেই সম্পর্কিত থাকে অন্যান্য সুবিধাও। যেমন, বিনামূল্যে ব্যাগ চেকিং করার সুযোগ, বিনামূল্যে বালিশ, কম্বল, খাবার, ফোন চার্জিং করার সুবিধা। এই সবই ইকোনমি সিটে আপনি পেয়ে যাবেন।
তবে এর থেকেও যদি বাড়তি সুবিধা পেতে চান, তাহলে আপনাকে বিজনেস সিটের দিকে হাত বাড়াতে হবে। বিজনেস ক্লাসের সিটগুলো বড়ো, হাত-পা নাড়াচাড়া করায় স্বাচ্ছন্দ্য, রকমারি খাবারের ভিন্নতা, ফ্রি ইন্টারনেট আর বিমানসেবিকাদের আরও একটু বেশি যত্ন নিশ্চিত করে।
অন্যদিকে ফার্স্ট ক্লাসের সিটের ভাড়া বিজনেস ও ইকোনমি ক্লাসের সিট ভাড়ার থেকে চার গুণ বেশি হয়ে থাকে। অবশ্য সুবিধাও থাকে অনেক। আলাদা একটি রুমের ব্যবস্থাও থাকে ফার্স্ট ক্লাসের জন্য। এর সঙ্গে থাকে ঘুমনোর জায়গা, ব্যক্তিগত ওয়াশরুম, ওয়াই-ফাই সুবিধার পাশাপাশি পছন্দের খাবারের মেনু বেছে নেওয়ার সুবিধা।
তবে টিকিটের দাম ও সুবিধে বিভিন্ন এয়ারলাইনস ভেদে কম-বেশি হয়ে থাকে। তাই নিজের সামর্থ্যের মধ্যে বাজেট অনুযায়ী বেশি সুবিধা পাবেন এমন একটি এয়ারলাইনসের টিকিট আপনি কিনতে পারেন। আপনার প্রথমবার বিমানযাত্রা সুখের হোক।


