আপনার মাঝে মধ্যেই কি মিষ্টি খেতে ইচ্ছে করে? এই লক্ষণ ডিমেনশিয়ার নয়তো!

আপনার মাঝে মধ্যেই কি মিষ্টি খেতে ইচ্ছে করে? এই লক্ষণ ডিমেনশিয়ার নয়তো!
28 Mar 2023, 05:30 PM

আপনার মাঝে মধ্যেই কি মিষ্টি খেতে ইচ্ছে করে? এই লক্ষণ ডিমেনশিয়ার নয়তো!

আনফোল্ড বাংলা প্রতিবেদন: সকাল নাকি দিনের কথা বলে। ওদিকে ডায়েট বলে দেয় স্বাস্থ্যের কথা। রোজকার খাদ্যতালিকার মধ্যেই লুকিয়ে থাকে সুস্থ থাকার রহস্য। আবার থাকে রোগের উপসর্গও। কী করে বুঝবেন? কেউ যদি মিষ্টি খেতে ভালবাসেন তবে অনেকেই মনে করেন ডায়াবিটিস হতে পারে। তবে গবেষণা বলছে অধিক মিষ্টি খাওয়ার প্রবণতাও কিন্তু ডিমেনশিয়ার লক্ষণ।

স্মৃতিবিলোপের সমস্যাই আসলে ডিমেনশিয়া। একটা বয়সের পর থেকে স্মৃতিশক্তি কম হতে থাকে। গুরুত্বপূর্ণ কথা, বিষয়, বস্তু ভুলে যাওয়া তখন খুব স্বাভাবিক হয়ে ওঠে। ডিমেনশিয়ার প্রাথমিক ধাপ হল অ্যালঝাইমার।

এদিকে বয়স বাড়লে নাকি খাবারের প্রতি লোভ বাড়ে। একথা বলেন অনেকেই। কিন্তু কেন হয় এমন, সেটা কী গভীরভাবে ভেবেছেন কখনও? বয়সের সঙ্গে সঙ্গে মস্তিকের সামনের অংশের নিউরোন ও টেমপোরাল লোবস ক্ষয় পেতে থাকে। সেখান থেকেই তৈরি হয় ভুলে যাওয়ার সমস্যা।

সমীক্ষা বলছে, ডিমেনশিয়ার এই প্রাথমিক ধাপে ব্যক্তির ব্যবহার, খাদ্যাভ্যাসেও বেশ পরিবর্তন আসে। মিষ্টি জাতীয় খাবারের প্রতি টান বাড়ে এই সময়। বেশি খাওয়া, অতিরিক্ত মদ্যপানেরও ঝুঁকি বাড়ে এই সময়টাতে। মনোযোগের অভাব, অস্থিরতা, আদেশ মূলক কথাবার্তা প্রভৃতি লক্ষণও প্রকট হয়ে ওঠে।

 

Mailing List