নবরাত্রির নয় দিন নয় রঙের পোশাক কেন পরা হয় জানেন কি

নবরাত্রির নয় দিন নয় রঙের পোশাক কেন পরা হয় জানেন কি
20 Mar 2023, 08:30 PM

নবরাত্রির নয় দিন নয় রঙের পোশাক কেন পরা হয় জানেন কি

আনফোল্ড বাংলা প্রতিবেদন: চৈত্র নবরাত্রি হিন্দু ধর্মের অন্যতম পুণ্য উৎসব‌। এই নবরাত্রিতে নয় দিন জুড়ে মা দুর্গার নানা রূপের আরাধনা করা হয়। এই নবরাত্রির শেষ দিন অর্থাৎ নবম দিনেই রাম নবমী। এই নয় দিনে মায়ের নয় রূপ শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘন্টা, কুশমান্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী ও সিদ্ধিদাত্রীর পুজো করা হয়‌। একই সঙ্গে এই নয়টি দিনের সঙ্গে জড়িয়ে আছে নয়টি রং। প্রতিটি রঙের এক একটি আলাদা অর্থও রয়েছে।

নবরাত্রির প্রথম দিনে গাঢ় নীল রঙের পোশাক পরার নিদান দেওয়া হয়। এই রং সমৃদ্ধি ও শান্তির প্রতীক। সেই সুন্দরকে বোঝাতেই ব্যবহার করা হয় নীল রং।

নবরাত্রির দ্বিতীয় দিনে পোশাকের রং থাক হলুদ। হলুদ রঙের পোশাক পরার আসল কারণ এই রং আশাবাদী মানসিকতার সূচক।‌ এছাড়াও আনন্দের উদযাপন করা হয় এই রঙে।

নবরাত্রির তৃতীয় দিন সবুজ রঙের পোশাক পরতে বলা হয়। সবুজ প্রকৃতি অর্থে ব্যবহৃত হয়, এই রং উন্নতি, সন্তানধারণের ক্ষমতা ও শান্তির প্রতীক।

নবরাত্রির চতুর্থ দিনে ধূসর রঙের পোশাক পড়তে নিদান দেন বিশেষজ্ঞরা। এর কারণ ধূসর রং আমাদের আবেগকে নিয়ন্ত্রিত রাখে। আমাদের বিনম্র রাখে।

নবরাত্রির পঞ্চম দিনের কমলা রঙের পোশাক পরার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এই দিন দেবী শক্তির পূজা হয়। তাই কমলা রঙের পোশাকে উষ্ণতা এবং শক্তির পরিচয় ফুটে ওঠে।

নবরাত্রী ষষ্ঠ দিন সাদা রঙের পোশাক পরার নিদান দেন বিশেষজ্ঞরা কারণ এই রং শান্তি এবং নির্মলতার প্রতীক। এদিন মায়ের আশীর্বাদে মনে শান্তি এবং সুখ আসে।

নবরাত্রির সপ্তম দিন লাল রঙের পোশাক পরার কথা বলা হয়। এই রং নিজের প্রিয় জিনিসকে প্রকাশ করে একই সঙ্গে এই রং ভালবাসার প্রতীক।

নবরাত্রির অষ্টম দিন নীল রঙের কাপড় পরার কথা বলা হয়। এই রং আকাশের রঙকে বোঝায় এবং উদারতার সূচক।

নবরাত্রির নবম দিন গোলাপি রঙের পোশাক পরার কথা বলা হয়। এই রং সারা বিশ্বের প্রতি নিজের ভালবাসার প্রকাশ মানুষের সঙ্গে মানুষের সুন্দর সম্পর্কের প্রকাশ।

Mailing List