দোকান ও বাড়ির দরজায় লেবু-লঙ্কা ঝুলিয়ে রাখার আসল কারণ কী জানেন?

দোকান ও বাড়ির দরজায় লেবু-লঙ্কা ঝুলিয়ে রাখার আসল কারণ কী জানেন?
22 Nov 2022, 11:08 AM

দোকান ও বাড়ির দরজায় লেবু-লঙ্কা ঝুলিয়ে রাখার আসল কারণ কী জানেন? 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: অনেক মানুষ আজও কুসংস্কার এবং বিভিন্ন অযৌক্তিক জিনিসে বিশ্বাসী। তবে প্রতিটি কুসংস্কারকে যুক্তিহীন বলাটা পুরোপুরি ঠিক নয়। যেমন বাড়ি বা দোকানে লেবু-লঙ্কা ঝুলিয়ে রাখা। এটি ঔষধি গুণে ভরপুর। তাই আজ আমরা জেনে নেব লেবু ও লঙ্কা ঝুলিয়ে রাখার সঠিক কারণ-

লেবু-লঙ্কা ঝুলনোর পেছনে কুসংস্কার: দোকান ও বাড়ির দরজায় লেবু-লঙ্কা ঝুলিয়ে রাখে। এর পিছনে বলা হয় যে কোনও খারাপ নজর পড়বে না। তাই অনেকেই লেবু ও লঙ্কা ঝুলিয়ে রাখেন। 

আসল যৌক্তিক কারণ: আসলে লেবু ও লঙ্কায় কীটনাশক গুণ রয়েছে, যার কারণে পোকামাকড় দোকান-ঘরে আসে না।

এছাড়াও লেবুর রং পজিটিভ এনার্জি প্রদান করে। 

Mailing List