আপনি কি জানেন, শরীরে হাড়ের ক্ষয় হয় বায়ু দূষনের ফলে! নতুন এক গবেষণায় এমনই ভীতিকর তথ্য উঠে এসেছে

আপনি কি জানেন, শরীরে হাড়ের ক্ষয় হয় বায়ু দূষনের ফলে! নতুন এক গবেষণায় এমনই ভীতিকর তথ্য উঠে এসেছে
আনফোল্ড বাংলা প্রতিবেদন: পরিবেশ দুষণকে কেন্দ্র করে বিজ্ঞানীরা একের পর এক সতর্ক বার্তা দিয়ে চলেছেন। আর যে হারে বিশ্ব উষ্ণায়ন দিনের পর দিন বেড়েই চলেছে, তাতে পরিবেশ দুষনকে আটকে রাখা ক্রমশ অসম্ভব হয়ে পড়ছে। মানুষ যত উন্নত হচ্ছে, ততই পরিবেশের অবস্থা খারাপ রূপ ধারণ করছে। আর সেই সঙ্গে বাড়ছে বায়ু দূষণের মাত্রা। বায়ুতে বিষাক্ত গ্যাসীয় ও সূক্ষ্ম ধূলিকনা মানুষের শ্বাস ক্রিয়াকে প্রভাবিত করে।
কার্বন মনোক্সাইড গ্যাসটি মানুষের ফুসফুসে প্রবেশ করে, রক্তের হিমোগ্লোবিনের সঙ্গে বিক্রিয়া করে কার্বক্সিল হিমোগ্লোবিন গঠন করে। ফলে মানুষের রক্তে অক্সিজেন বহন করার জন্য প্রয়োজনীয় হিমোগ্লোবিনের পরিমান হ্রাস পায়। কিন্তু আপনি কি জানেন, আপনার শরীরে হাড়ের ক্ষয় হয়, বায়ু দূষনের ফলে। নতুন এক গবেষণায় এমনই ভীতিকর বিষয় সামনে এসেছে।
অর্থাত্ আপনি যত বেশি বায়ু দূষণযুক্ত শহর বা এলাকায় বাস করবেন, আপনার হাড় তত বেশি দুর্বল হবে। অস্টিওপোরোসিসের মতো দুরারোগ্য রোগ বাসা বাঁধবে আপনার শরীরে। হাড় এতটাই ভঙ্গুর হয়ে যাবে যে, সামান্য আঘাতেই তা ভেঙে যাওয়ার সম্ভবনা থাকবে। বয়স বাড়ার সঙ্গে-সঙ্গে অস্টিওপরোসিসের ঝুঁকি বাড়ে। সাধারণত যাদের মেনোপজ হয়েছে। গত ছয় বছর ধরে ৯০৪১ জন নারীর শারীরিক অবস্থার বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়েছে। যাদের মেনোপজ রয়েছে।
বিজ্ঞানীরা সতর্ক করে জানিয়েছেন, যত বেশি দূষণের বাড়বে, মহিলাদের হাড় ততই দুর্বল হতে থাকবে। নিউইয়র্ক ভিত্তিক কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকাল বিজ্ঞানী দিদিয়ের প্রাদা বলেছেন, "একজন ব্যক্তির হাড়ের শক্তি শুধুমাত্র তার খাদ্যের উপর নির্ভর করে না। বরং সে কোথায় থাকে? আবহাওয়া কেমন। দূষণ কত? এই কারণগুলিরও একটি বড় অবদান রয়েছে। যেসব শহরে বায়ু দূষণ বেশি, সেখানে হাড় ভাঙার ঝুঁকি বেশি।"
প্রাদার গবেষণা অনুসারে, "নাইট্রোজেনের সঙ্গে যুক্ত দূষণকারী উপাদানগুলি মানুষের মেরুদণ্ডের উপর সরাসরি প্রভাব ফেলে। বায়ু দূষণের কারণে গত তিন বছরে মেরুদণ্ডের সমস্যা ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মেরুদন্ডে খনিজ পদার্থের ঘনত্ব ১.২২ শতাংশ কমেছে। বায়ু দূষণের কারণে হাড়ের কোষ দ্রুত মরতে শুরু করে। অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয়, যার কারণে বিষাক্ত উপাদানগুলি হাড়ের মধ্যে দ্রবীভূত হতে শুরু করে।"


