জানেন কি শুধু স্বাস্থ্যরক্ষাই নয়, বাস্তুমতে অর্থনৈতিক সংকটও কাটিয়ে ওঠা সম্ভব দুধের ব্যবহারে?

জানেন কি শুধু স্বাস্থ্যরক্ষাই নয়, বাস্তুমতে অর্থনৈতিক সংকটও কাটিয়ে ওঠা সম্ভব দুধের ব্যবহারে?
19 Jan 2023, 07:08 PM

জানেন কি শুধু স্বাস্থ্যরক্ষাই নয়, বাস্তুমতে অর্থনৈতিক সংকটও কাটিয়ে ওঠা সম্ভব দুধের ব্যবহারে? 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: প্রবাদ আছে, 'দুধ না খেলে হবে না ভালো ছেলে'। বাড়ির নানারকম সংকট দূর করতেও দুধকে কাজে লাগানো যায়। দুধের সঙ্গে অর্থনৈতিক সংকট থেকে কাটিয়ে ওঠার মতন অনেক ক্ষমতা রয়েছে।

দুধ উথলে ওঠা দেখা সত্যিই খুব ভালো, কিন্তু আপনি কি জানেন যদি দুধ উথলে পড়ে যায়, তা কিন্তু আপনার সংসারের জন্য একেবারেই ভালো না। তাই দুধ যখন গরম হয় দুধ যখন উথলে উঠে, সেটা দেখুন আর খুব সজাগ থাকুন, তারপরে গ্যাস নিভিয়ে দিন। সেই জন্য তো নতুন বউ আসার পরে উথলানো দুধ তাকে দেখানো হয় অর্থাত্‍ তার সংসার যাতে ফুলে ফেঁপে ওঠে।

মানিপ্ল্যান্টের গোড়ায় দুধ ঢালতে পারেন, তবে দুধ ঢালার সময় খেয়াল রাখবেন, যেন এই দুধের মধ্যে সামান্য পরিমাণে জল মেশানো থাকে, পুরোপুরি কাঁচা দুধ একেবারেই দেবেন না। এইভাবে যদি মানি প্ল্যান্টের গোড়ায় যদি দুধ ঢালতে পারেন, তাহলে আপনার জীবনে অনেক সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন।

প্রতিদিন নিয়ম করে কোন পোষা পশুকে অথবা বাইরের কোন পশুকে দুধ, রুটি খাওয়াতে পারেন, অথবা দুধের পায়েস বানিয়ে যদি প্রতিদিন খাওয়ানো সম্ভব হয়, তাহলে কিন্তু আপনার জীবনের অর্থনৈতিক সংকট অনেকটাই কেটে যাবে।

Mailing List