রায়মঙ্গল নদীতে বিশাল আকারের পাঙ্গাশ ট্যাংরা বসিরহাটের মৎস্যজীবীর জালে, কত টাকায় বিক্রি হল জানেন?

রায়মঙ্গল নদীতে বিশাল আকারের পাঙ্গাশ ট্যাংরা বসিরহাটের মৎস্যজীবীর জালে, কত টাকায় বিক্রি হল জানেন?
14 Oct 2022, 01:00 PM

রায়মঙ্গল নদীতে বিশাল আকারের পাঙ্গাশ ট্যাংরা বসিরহাটের মৎস্যজীবীর জালে, কত টাকায় বিক্রি হল জানেন?

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন, বসিরহাটঃ বিশাল আকারের একটি পাঙ্গাশ ট্যাংরা ধরা পড়লো রায়মঙ্গল নদীতে। বসিরহাটে সুন্দরবন এলাকার সন্দেশখালীর ব্লকের রায়মঙ্গল নদীতে মাছ ধরতে গিয়েছিলেন মৎস্যজীবীরা। তখনই বিশাল আকারে মাছটি মৎস্যজীবী সুভাষ সরকারের জালে ধরা পড়েছে।

মাছটি ৫ ফুট লম্বা ও ১ ফুট চওড়া। মাছটির ওজন ১৮ কিলো ৬০০ গ্রাম। মাছটি দেখার জন্য রায়মঙ্গল নদীর পাড়ে মানুষের ভিড় জমে যায়। মৎস্যজীবী সুভাষ সরকার সেটিকে বাঁকড়া মৎস্য আড়ৎ এ নিয়ে যান। সেখানে মাছটি ৩০০ টাকা কিলো দরে ৫,৫৮০ টাকায় বিক্রির পর ব্যবসায়ীরা মাছটিকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। মাছটি আড়ৎ এ আসার পরে বাঁকড়াবাসীও ভিড় জমায় সেটি দেখার জন্য।

Mailing List