এই চার রাশিকে জানাবেন না সিক্রেট, পেটে কথা থাকে না এদের

এই চার রাশিকে জানাবেন না সিক্রেট, পেটে কথা থাকে না এদের
21 Mar 2023, 08:00 PM

এই চার রাশিকে জানাবেন না সিক্রেট, পেটে কথা থাকে না এদের

আনফোল্ড বাংলা প্রতিবেদন: মেষ রাশি - রাশি চক্রের প্রথম রাশি হল মেষ। এই রাশির অধিকর্তা গ্রহ হল মঙ্গল। এরাও কোনও কথা গোপন রাখতে পারেন না। অর্থাৎ কোনও কথা পেটে রাখতে পারেন না। নিজের আবেগের ওপর এদের সেরকম নিয়ন্ত্রণ নেই।

মিথুন রাশি- এই রাশির অধিকর্তা গ্রহ বুধ। এরাও কোনও কথা গোপন রাখতে পারেন না। এরা গোপনীয়তা রাখতে পারেন না। এই রাশির ছেলে মেয়েরা ভীষণ আবেগে বয়ে যান। এদের ভুলে অনেকে বিপদে পড়েন। কোন কথা কোথায় বলতে হয় তা এরা বুঝতে পারেন না সব সময়।

কন্যা রাশি- এরাও এমন স্বভাবের মানুষ হন। সম্পর্কে গোপনীয়তা রাখতে পারেন না কন্যা রাশির ছেলে মেয়েরা। এমনকী, কেউ এদের বিশ্বাস করে কোনও কথা বললে তা অনেক সময় এরা অন্য কাউকে জানিয়ে দিয়ে থাকেন। এরা সকলের থেকে আলাদা হন। এদের এই স্বভাবের কারণে অনেকে এদের প্রতি বিরক্ত বোধ করেন।

ধনু রাশি- এই রাশির অধিকর্তা গ্রহ বৃহস্পতি। এরাও কোনও কথা গোপন রাখতে পারেন না। এদের ভুলে অনেকেই বিপদে পড়েন। ভুলেও এদের বিশ্বাস করে কিছু বলবেন না। এতে আপনারই বিপদ।

Mailing List