খেতাবের আরও কাছে জকোভিচ, এগোচ্ছেন বোপান্নাও  

খেতাবের আরও কাছে জকোভিচ, এগোচ্ছেন বোপান্নাও   
06 Sep 2023, 05:48 PM

খেতাবের আরও কাছে জকোভিচ, এগোচ্ছেন বোপান্নাও

 

আনফোল্ড বাংলা স্পোর্টস ডেস্ক: ইউএস ওপেনের সেমিফাইনালে জকোভিচ। নবম বাছাই মার্কিন তারকা টেলর ফ্রিৎজকে ৬-১, ৬-৪, ৬-৪ সেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন জোকার। তিন সেটের বেশি গড়ায়নি ফাইনাল। এই ম্যাচ জিতে ফাইনালের আরও কাছে পৌঁছে গিয়েছেন। কেরিয়ারের ২৪তম গ্র্যান্ড স্লাম খেতাব পেতে হলে আর দুটো ম্যাচ জিততে হবে জোকারকে। যে ফর্মে আছেন, তাতে ফাইনালে তো বটেই, ইউএস ওপেন খেতাবও জিতে যেতে পারেন সার্বিয়ান তারকা।

সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয়ের রেকর্ডটি রয়েছে মার্গারেট কোর্টের দখলে। তিনি ২৪টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতেছেন। সেরেনা উইলিয়ামস জিতেছেন ২৩টি। পুরুষদের মধ্যে সর্বাধিক ২৩টি গ্র্যান্ড স্ল্যাম রয়েছে জকোভিচের ঝুলিতে। এবার জিতলেই ধরে ফেলবেন কোর্টকে। একটুর জন১ উইম্বলডন হাতছাড়া হয়েচে, এবার কিন্তু খেতাবের জন্য মরিয়া জোকার।

ইউএস ওপেনে পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে রোহন বোপান্নাও। ইন্দো-অজি জুটির সঙ্ঘে ১ ঘণ্টা ২৮ মিনিটের লড়াই হয় আমেরিকান জুটির। প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষ অবধি প্রথম সেট ৭-৬ ব্যবধানে জেতেন রোপান্নারা। দ্বিতীয় সেটে অবশ্য ইন্দো-অজি জুটি দাঁড়াতে দেয়নি আমেরিকার নাথানিয়েল ল্যামন্স এবং জ্যাকসন উইথরো জুটিকে। দ্বিতীয় সেটে রোহন-ম্যাথেউরা জেতেন ৬-১ ব্যবধানে।২০১০ সালে শেষ বার কোনও গ্র্যান্ড স্ল্যামে পুরুষদের ডাবলসের ফাইনালে উঠেছিলেন বোপান্না।

সেই এক বারই। গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ অবশ্য পাননি। গত উইম্বলডনে আশা তৈরি করেও শেষ চারের লড়াইয়ে হেরে গিয়েছিলেন। ৪৩ বছরের বোপান্নাকে নিয়ে আবার আশা দেখছেন ভারতীয় টেনিসপ্রেমীরা।

Mailing List