রাজ্যের প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষায় নির্দেশ জেলাশাসকদের

রাজ্যের প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষায় নির্দেশ জেলাশাসকদের
আনফোল্ড বাংলা প্রতিবেদন: রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্বার হওয়া প্রত্ন-নিদর্শন পাচার বা বেহাত হওয়ার হাত রক্ষা করতে উদ্যোগী হল রাজ্য সরকার। রাজ্যের কোনও জেলা থেকে প্রত্নতাত্ত্বিক কোনও নির্দশন উদ্ধার হওয়া মাত্রই রাজ্যর প্রত্নতাত্ত্বিক অধিকর্তাকে তা জানাতে হবে বলে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি রাজ্যের তথ্য ও সংস্কৃতি সচিব শান্তনু ঘোষ জেলাশাসকদের চিঠি দিয়ে এই নির্দেশ দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
সাম্প্রতিক কালে বিভিন্ন জেলায়, রাস্তা তৈরি, কূপ খনন, পুকুর সংস্কারের কাজ করতে গিয়ে নানা ধরনের প্রত্ন-নির্দশন উদ্ধার হয়েছে। আইন অনুযায়ী মাটির তলা থেকে প্রাপ্ত এধরনের প্রত্নতাত্তিক নিদর্শনের মালিকানা সরকারের। এব্যাপারে সচেতনতার অভাব এবং প্রশাসনিক গাফিলতির কারণে অনেক সম্পদ বেহাত নিয়ে যাওয়ার তথ্য সামনে এসেছে। তা আটকাতেই এই উদ্যোগ।


