জেলায় জেলায় নজরদারি কেন্দ্র, নজর ২২টি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে

জেলায় জেলায় নজরদারি কেন্দ্র, নজর ২২টি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে
03 Feb 2023, 04:00 PM

জেলায় জেলায় নজরদারি কেন্দ্র, নজর ২২টি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাজ্যের প্রতিটি জেলায় নজরদারি কেন্দ্র তৈরি করা হচ্ছে। দেশ জুড়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের অভিন্ন দাম বিষয়ে গৃহীত নীতি অনুসারে পদক্ষেপ করার জন্য এই কেন্দ্রগুলি তৈরি করা হচ্ছে। এই কেন্দ্রগুলি থেকে চাল-ডাল আটা, তেল, নুন, আলু, পেঁয়াজের মতো মোট ২২টি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারদরের ওপর নিয়মিত নজরদারি করা হবে বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। জানা গেছে , প্রতিটি কেন্দ্রে  ক্রেতা সুরক্ষা দফতরের কর্মী আধিকারিকদের নিয়ে একটি করে পরিদর্শক দল থাকবে। যাঁরা বিভিন্ন দোকান বাজার সরেজমিনে ঘুরে দেখে  রাজ্য সরকারকে রিপোর্ট পাঠাবে।  রাজ্য সেই রিপোর্ট কেন্দ্রকে পাঠাবে।

ইতিমধ্যেই রাজ্যের ৭ টি জেলায় ক্রেতা সুরক্ষা দফতরের অধীনে এই ধরণের কেন্দ্র তৈরি করা হয়েছে। বাকি ১৬ জেলা - পশ্চিম বর্ধমান, হাওড়া, কালিম্পং, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, কোচবিহার, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, পূর্ব বর্ধপমান, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা জেলাতে এই ধরনের বাজারদর নিয়ন্ত্রণ কেন্দ্র তৈরি করার জন্য রাজ্য সরকার নির্দেশ দিয়েছে।

একই এলাকায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামের তারতম্যের জন্য ভুগতে হয় মধ্যবিত্তকে। কেন্দ্র সাফ জানিয়ে দিয়েছে,এটা বন্ধ করতে হবে। অসাধু ব্যবসায়ীদেরও চিহ্নিত করতে হবে।

Mailing List