পুজোর আগে পুলিশের উদ্যোগে গরিব মানুষদের বস্ত্র বিতরণ

26 Sep 2022, 01:15 PM
পুজোর আগে পুলিশের উদ্যোগে গরিব মানুষদের বস্ত্র বিতরণ
আনফোল্ড বাংলা প্রতিবেদন: পুলিশের উদ্যোগে পুজোর আগে গরিব ও দুস্থ মানুষদের নতুন বস্ত্র বিতরণ শুরু হল। বিভিন্ন থানায় চলছে এই নতুন বস্ত্র বিতরণের কাজ। নতুন বস্ত্র পেয়ে খুশি সাধারণ গরিব মানুষ।
উত্তর চব্বিশ বারুই মহিলা থানার পক্ষ থেকে গরিব মানুষের পাশাপাশি নিবেদিতা বৃদ্ধাশ্রমের বোর্ডারদের মধ্যে পুজোর নতুন পোশাক বিতরণ করেছে। এক্ষেত্রে পুলিশকে সহযোগিতার হাত বাড়িয়েছে লোকসখা ওয়েলফেয়ার সোসাইটি এবং প্র্যাক্সিস বিজনেস স্কুলও। একইভাবে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হীরাপুর থানা এবং কুলটি থানার পক্ষ থেকেও এই উদ্যোগ নেওয়া হয়। বিভিন্ন এলাকায় গিয়ে গরিব অভাবীদের মধ্যে নতুন পোশাক বিতরণ করেন পুলিশ কর্মীরা৷


