টাকা নিয়ে দুই ভাইয়ের বিবাদ, তা নিয়ে ব্যাপক মারামারি

টাকা নিয়ে দুই ভাইয়ের বিবাদ, তা নিয়ে ব্যাপক মারামারি
সুলেখা চক্রবর্তী, হাওড়া
টাকা নিয়ে অশান্তির জেরে ভাইকে কোপানোর অভিযোগ দাদার বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়ার শ্যামপুর থানার শশাটিতে। শনিবার ভোরে এই ঘটনাটি ঘটে। আহত যুবকের নাম শেখ সরিফুল (২৬)। সে পেশায় গাড়ি চালক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বড়ভাই সেখ আসাদুল রাজমিস্ত্রির কাজ করে। তাকে তার ছোট ভাই শেখ শরিফুল লাখখানেক টাকা ধার দিয়েছিল। আসাদুল দীর্ঘদিন সেই টাকা ফেরত দেয়নি বলে অভিযোগ। এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে অশান্তি ছিল।
শুক্রবার শরিফুল যখন গাড়ি চালানোর জন্য বাইরে যাচ্ছিল। সেই সময় আসাদুলের এক ছেলে শরিফুলের গায়ে থুতু দিয়ে দেয়। এরপর শরিফুল গালিগালাজ করতে করতে বাইরে চলে যায়। অভিযোগ, শনিবার ভোরে শৌচকর্মের জন্য শরিফুল যখন মাঠের ধারে যায় সেই সময় তাকে আক্রমণ করে আসাদুল ও তার পরিবার। এদিন ভোর বেলায় বাড়ির লোক বেরিয়ে দেখে আসাদুল তার স্ত্রী ও দুই ছেলে শরিফুলকে ছুরি দিয়ে, লাঠি দিয়ে মারছে। এরপরই শরিফুলকে উদ্ধার করে তাকে উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যায়। শরিফুলকে কলকাতা স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে।


