Pre-Primary প্রাক প্রাথমিক স্কুলের গুরুত্ব কতখানি, তা নিয়ে আলোচনা সভা হাওড়ায়

Pre-Primary প্রাক প্রাথমিক স্কুলের গুরুত্ব কতখানি, তা নিয়ে আলোচনা সভা হাওড়ায়
সুলেখা চক্রবর্তী, হাওড়া
সন্তানের মানসিক, শারীরিক, সামাজিক বিকাশ বৃদ্ধির জন্য শিশুর সামগ্রিক বিকাশে প্রাথমিক স্কুলে ভর্তি হওয়ার আগে কয়েক বছর প্রাক- প্রাথমিক শিক্ষার বিশেষ প্রয়োজন বলে মনে করেন শিক্ষাবিদরা। আধুনিক শিক্ষায় শিশুর সঙ্গে জড়িয়ে অভিভাবকরাও। এমনকি আমাদের দেশের জাতীয় শিক্ষা নীতিতেও প্রাক প্রাথমিক শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে। একটি শিশু যখন একটি প্রি-স্কুলে ভর্তি হয় তখন তার অনুভূতি, স্পর্শ এবং কল্পনা শক্তির বিকাশ ঘটে যা শিশুটির সামগ্রিক বিকাশের জন্য গুরুত্বপূর্ণ।
তাই খেলার ছলে শিশুদের মধ্যে প্রাক প্রাথমিক স্তরে শিক্ষা দান করতে উত্তর হাওড়ায় ১১, হরদত্ত রাই চামারিয়া রোডে চালু হল "ইউরোকিডস ইন্টারন্যাশনাল" প্রি স্কুল। প্রাক প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তার উপর একটি আলোচনাসভারও আয়োজন করা হয়েছিল। স্কুলের উদ্বোধন করেন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডঃ মধুছন্দা রায় চৌধুরী। তিনি বলেন, প্রি-স্কুল একটি শিশুর জীবনের ভিত্তি তৈরি করে- যেখানে সে এমন কিছু অন্বেষণ করে যা তাদের একটি নতুন দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে সাহায্য করে। আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, খেলা হল গবেষণার সর্বোচ্চ রূপ। খেলা এবং শিক্ষা একসাথে মিলিত হলে একটি শিশুর পক্ষে জিনিসগুলি উপলব্ধি করা সহজ হয়ে যায়।
ইউরোকিডস ইন্টারন্যাশনাল এর আঞ্চলিক একাডেমিক অপারেশন ম্যানেজার সোমা পাত্র জানান '"বিজ্ঞানসম্মত পাঠক্রম তৈরী করা হয়েছে।" সংস্থার একাডেমিক অপারেশন ম্যানেজার অর্পিতা চক্রবর্তী বলেন, শিশুটি যাতে একটি চাপমুক্ত পরিবেশে নিজেকে বিকশিত করতে পারে সেই কথা মাথায় রাখা হয়েছে এই শিক্ষায়।


