পাঁচ দফা দাবি নিয়ে ঝাড়গ্রাম জেলা আদালতের সামনে প্রতিবন্ধীদের বিক্ষোভ অবস্থান কর্মসূচি

পাঁচ দফা দাবি নিয়ে ঝাড়গ্রাম জেলা আদালতের সামনে প্রতিবন্ধীদের বিক্ষোভ অবস্থান কর্মসূচি
আনফোল্ড বাংলা প্রতিবেদন, ঝাড়গ্রাম: রবিবার প্রতিবন্ধীদের পক্ষ থেকে পাঁচ দফা দাবি দাওয়া নিয়ে ঝাড়গ্রাম জেলা আদালতের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। তাদের দাবিগুলির মধ্যে অন্যতম হলো তাদের ভাতা এক হাজার থেকে বাড়িয়ে তিন হাজার টাকা করতে হবে, তাদের বাড়ি তৈরি করে দেওয়ার ব্যবস্থা করতে হবে, ব্যবসা-বাণিজ্য করার জন্য লোনের ব্যবস্থা করতে হবে, প্রতিবন্ধী শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং প্রতিবন্ধীদের জন্য আশ্রম তৈরি করে দিতে হবে। উল্লেখ করা যায় যে প্রতিবন্ধীদের পক্ষ থেকে রবিবার ঝাড়গ্রাম জেলায় ১২ ঘণ্টার বন্ধের ডাক দেওয়া হয়েছিল। ওই পাঁচ দফা দাবি দাওয়া নিয়ে কিন্তু আদালতের নির্দেশে রবিবার তারা বনধ প্রত্যহার করে নেয়। কিন্তু তাদের দাবিগুলি নিয়ে তারা ঝাড়গ্রাম জেলা আদালতের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করে। ওই ঘটনাকে কেন্দ্র করে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য ঝাড়গ্রাম জেলা আদালত প্রাঙ্গনে প্রচুর পুলিশ মোতায়েন করা ছিল। ঝাড়গ্রাম জেলা প্রতিবন্ধী সংঘের পক্ষ থেকে জানানো হয় যে তাদের ওই পাঁচ দফা দাবি রূপায়ন করার জন্য তারা আগামীদিনে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবে। তারা বিষয়টি মুখ্যমন্ত্রী কে জানাতে চান এবং মুখ্যমন্ত্রীর সাথে তারা দেখা করে তাদের দাবিগুলি জানাতে চান।


