সঠিক শিক্ষকের হাতেই যেন হয়, হাতেখড়ি নিয়ে রাজ্যপালকে সতর্ক করলেন দিলীপ ঘোষ

সঠিক শিক্ষকের হাতেই যেন হয়, হাতেখড়ি নিয়ে রাজ্যপালকে সতর্ক করলেন দিলীপ ঘোষ
আনফোল্ড বাংলা প্রতিবেদন: আজ সরস্বতী পুজোর দিন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোসের বাংলায় হাতেখড়ি।রীতিমতো ঘটা করে আজ রাজভবনে তাঁর হাতেখড়ি হতে চলেছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। বাংলা ভাষা নিয়ে তাঁর আগ্রহ দেখেই এই হাতেখড়ির আয়োজন। এদিন থেকে আনুষ্ঠানিক ভাবে তিনি বাংলা শেখা শুরু করবেন। তিনি বাংলায় কিছু লেখালেখি করতে চান। নিজেই এমন ইচ্ছের কথা জানিয়েছিলেন রাজ্যপাল।
এদিকে এই হাতেখড়ি নিয়ে রাজ্যপালকে সতর্ক করে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বললেন, অবশ্যই বাংলা শেখা উচিত। উনি যদি বাংলায় কথা বলেন, আমরা খুশি হব। বাংলা সাহিত্য পড়তে পারেন, আরও ভাল লাগবে। তবে সেই সঙ্গে রাজ্যপালের উদ্দেশে দিলীপের সতর্ক বার্তা, যদি ভুল মাস্টারের হাত ধরে বাংলা শেখেন, তাহলে তো ভুলই শিখবেন। ঠিকঠাক মাস্টারমশাই খুঁজে নিন। এমন অবস্থায় রাজ্যপালের হাতেখড়ির অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকা নিয়ে বিজেপি শিবির খোঁচা দিতে শুরু করেছে তৃণমূলকে।পাল্টা এসেছে তৃণমূল শিবির থেকেও। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, বিজেপি বাংলার শত্রু, বাংলা ভাষার শত্রু। রাজ্যপাল যদি বাংলা শিখতে চান তবে তাঁকে উৎসাহিত করা উচিত। কিন্তু তা না করে উল্টে বাংলা শেখার বিরোধিতা করছে। বঙ্গের বিজেপি নেতারা বাংলা তথা বাঙালি সমাজের কলঙ্ক।


