‘বাবার ছবি পায়নি তাই আমার ছবি লাগিয়ে তর্পণ করেছে’, মদন মিত্রকে তোপ দিলীপ ঘোষের

‘বাবার ছবি পায়নি তাই আমার ছবি লাগিয়ে তর্পণ করেছে’, মদন মিত্রকে তোপ দিলীপ ঘোষের
27 Sep 2022, 05:22 PM

‘বাবার ছবি পায়নি তাই আমার ছবি লাগিয়ে তর্পণ করেছে’, মদন মিত্রকে তোপ দিলীপ ঘোষের

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন, বসিরহাটঃ ‘‘নিজের বাবার ছবি পায়নি। তাই আমার ছবি লাগিয়ে তর্পণ করেছে।’’ এভাবেই তৃণমূল বিধায়ক মদন মিত্রকে বিঁধলেন বিজেপির সর্বভারতীয়সহ সভাপতি দিলীপ ঘোষ। মহালয়ার দিন মদন মিত্র শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষের ছবিতে মালা পরিয়ে  তর্পণ করেন।

বসিরহাটের চাঁপা পুকুরে একটি রক্তদান শিবিরের পাশাপাশি হিঙ্গলগঞ্জ ব্লকের সুন্দরবনের কেওড়াখালি ও যোগেশগঞ্জ দুর্গাপুজোর উদ্বোধন এসে এমনই বিস্ফোরক মন্তব্য করেন সর্বভারতীয় বিজেপির সহ সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি আরও বলেন, লক্ষ্মীর ভান্ডার, ক্লাব সংগঠন, ইমাম ভাতা সহ সবক্ষেত্রেই রাজ্যের উন্নয়নের টাকা ভোট কিনতে গিয়ে ব্যয় করায় রাজ্য পিছিয়ে পড়েছে। রাজ্যের ভাঁড়ার শূন্য। যার ফলে মাস্টার নেই, পুলিশ নেই, সরকারি দপ্তরে কর্মী নেই। যারা আছে তাদের ১০ হাজার টাকা দিয়ে অস্থায়ী কর্মী। সরকারি কর্মী রাখতে গেলে ৪০ থেকে ৫০ হাজার টাকা দিতে হবে। ওই টাকায় ৪ থেকে ৫ জনকে নিয়োগ করা হচ্ছে। ওই টাকায় সংসার চলে না, কোনও ভবিষ্যৎ নেই। তাই তারা স্থায়ী করনের জন্য আন্দোলন করছে। রাজ্যে শিক্ষিত বেকারদের সংখ্যা বাড়ছে। লেখাপড়া শিখে চাকির জন্য হন্যে হয়ে ঘুরছে। আর অন্যরা টাকা দিয়ে চাকরি পাচ্ছে। চালাকি করতে গিয়ে ফেঁসে গেছে। সরকারের ঘরে টাকা নেই। বিলি বন্টন আর পাইয়ে দেওয়ার রাজনীতি করতে গিয়ে আর কিছুদিনের মধ্যে পশ্চিমবঙ্গে অবস্থা শ্রীলঙ্কার মতো হবে বলে দাবি দিলীপের।

 

গত কয়েকদিন আগে দিল্লিতে সংঘের অনুষ্ঠানে গিয়ে আরএসএস প্রধান মোহন ভগবত বলেছিলেন ভারতবর্ষে হিটলারের জন্ম হলে মানুষ উপর থেকে নিচে নামিয়ে ফেলবে। এই পরিপ্রেক্ষিতে দিলীপবাবু বলেন, স্বেচ্ছাচারী, স্বৈরতান্ত্রিক, উগ্রবাদী মানুষ পছন্দ করে না। এখনও উদার মানসিকতা দেখাচ্ছেন মোদীজি, সময় হলে ভেতরে ঢোকাবো সবকটাকে।

শিশির অধিকারী কে প্রিভিলেজ কমিটির সমন পাঠানো নিয়ে তিনি বলেন, ওনাকে ডেকেছে ওনার যাওয়া উচিত এবং কমিটিতে বলা উচিত। এদিন দিলীপবাবু তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গীতে তৃণমূল দল ও রাজ্য সরকারের ব্যাপক সমালোচনা করেন।

Mailing List