সিবিআই এর প্রতি অনাস্থায় অনড় দিলীপ ঘোষ, ইডি-কে দিচ্ছেন ফুল মার্কস

সিবিআই এর প্রতি অনাস্থায় অনড় দিলীপ ঘোষ, ইডি-কে দিচ্ছেন ফুল মার্কস
22 Aug 2022, 12:00 PM

সিবিআই এর প্রতি অনাস্থায় অনড় দিলীপ ঘোষ, ইডি-কে দিচ্ছেন ফুল মার্কস

 

আনফোল্ড বাংলা প্রতিবেদন: দু’টিই কেন্দ্রীয় এজেন্সি। একটি সিবিআই। অন্যটি ইডি। কিন্তু সিবিআই তদন্তে আস্থা নেই বিজেপির কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষের!

কোনও রাখঢাক করে নয়, সে কথা তিনি বলছেন প্রকাশ্যেই। এবং একদিন নয়। বারবার বলছেন। এমনকী, সিবিআই এর কেউ কেউ বিক্রি হয়ে যায় বলেও ভয়ঙ্কর অভিযোগ তুলছেন!

যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। কারণ, সিবিআই সরাসরি প্রধানমন্ত্রীর হাতে থাকে। আর ইডি থাকে অর্থ দফতরের হাত। তাই একথা যে হাল্কা কথা নয়, তা বুঝে গিয়েছেন সকলেই।

রবিবারই কেন্দ্রীয় সরকারের এক অনুষ্ঠান মঞ্চ থেকে দিলীপ ঘোষ বলেছিলেন, ‘‘তৃণমূলের সঙ্গে সিবিআইয়ের সেটিং হয়ে গিয়েছে।’’ এখানেই থামেননি তিনি। আরও যোগ করেন, ‘‘সিবিআইয়ের কোনও কোনও আধিকারিক বিক্রি হয়ে যায়। কেউ লাখে, কেউ কোটি কোটিতে। সেটা বুঝতে পেরেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-কে পাঠিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। ফলে যাঁরা সেটিং করেছে, তাঁরা এখন বলছে ইডি কেন? কারণ এই কুকুরটা পোষ মানবে না, কামড়াবে।’’  

সে কথা থেকে যে তিনি সরছেন না তা বুঝিয়ে দিলেন সোমবার। এদিন নিউটাউনের ইকো পার্কে অন্যান্য দিনের মতোই প্রাতঃভ্রমণে গিয়েছিলেন দিলীপ ঘোষ। এদিনও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন, ”সিবিআই দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা। আমরা বিশ্বাস করেছিলাম। কিন্তু ন্যায় পাইনি। ভোটের পর আমাদের ৬০ জন কর্মী মারা গিয়েছেন। কোর্ট বলেছিল সিবিআইকে তদন্ত করে যথাযথ পদক্ষেপ নিতে। কিন্তু সিবিআই তো এফআইআরই দায়ের করতে পারল না। তুলনায় ইডি অনেক ভাল কাজ করেছে। প্রমাণ করে দিয়েছে, তারাই সবচেয়ে বিশ্বস্ত এজেন্সি।”

 

Mailing List